Advertisement
০৪ মে ২০২৪

শামিমার ছেলের মৃত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা

বাংলাদেশি বংশোদ্ভূত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি শামিমা বেগমের নবজাত পুত্রসন্তানটি মারা গিয়েছে বলে সন্দেহ তার আইনজীবীর। যদিও সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

শামিমা বেগম

শামিমা বেগম

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০২:৪৫
Share: Save:

বাংলাদেশি বংশোদ্ভূত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি শামিমা বেগমের নবজাত পুত্রসন্তানটি মারা গিয়েছে বলে সন্দেহ তার আইনজীবীর। যদিও সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

শামিমার আইনজীবী মহম্মদ তসনিম আকুঞ্জি আজ টুইটারে লেখেন, ‘‘শামিমার ছেলের মৃত্যু হয়েছে বলে জোরালো খবর রয়েছে, যদিও তার সমর্থন মেলেনি। বাচ্চাটি ছিল ব্রিটিশ নাগরিক।’’ এই বক্তব্য কিছু ক্ষণের মধ্যেই পাল্টা টুইটে খারিজ করে দেন ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’-এর মুখপাত্র মুস্তাফা বালি। উত্তর সিরিয়ায় এই বাহিনীর শিবিরেই এখন রয়েছেন আইএস জঙ্গিদের পরিবারের কয়েক হাজার মানুষ। মুস্তাফার দাবি, ‘‘শামিমার ছেলের মৃত্যুর খবর ভুয়ো। বাচ্চাটি ভাল আছে, সুস্থ আছে।’’

ব্রিটিশ নাগরিক শামিমা ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়েছিল। সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয় সে। বিয়েও করে এক জঙ্গিকে। দু’বার মা হয়। অপুষ্টিতে মারা যায় সেই দুই সন্তান। এখন তার বয়স ১৯। তৃতীয় সন্তানটিকে বাঁচাতে শামিমা ফিরতে চাইছিল দেশে। কিন্তু তার নাগরিকত্ব খারিজ করে দিয়েছে ব্রিটিশ সরকার। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তারা ঢুকতে দেবে না শামিমাকে। ফলে অনিশ্চিত তার ভবিষ্যৎ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shamima Begum Is
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE