Advertisement
E-Paper

হাসিনার দল এগিয়ে পুরভোটে

বাংলাদেশে দলীয় প্রতীকে হওয়া বুধবারের প্রথম পুর নির্বাচনে শাসক দল আওয়ামি লিগ বিপুল জয়ের পথে। মোট ২৩৪টি পুরসভার নির্বাচন হয়েছে এ দিন। তার অধিকাংশেরই মেয়র পদে জয়ী হয়েছেন শেখ হাসিনার দলের প্রার্থীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ০২:৫৯

বাংলাদেশে দলীয় প্রতীকে হওয়া বুধবারের প্রথম পুর নির্বাচনে শাসক দল আওয়ামি লিগ বিপুল জয়ের পথে। মোট ২৩৪টি পুরসভার নির্বাচন হয়েছে এ দিন। তার অধিকাংশেরই মেয়র পদে জয়ী হয়েছেন শেখ হাসিনার দলের প্রার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২১২টি পুরসভার মধ্যে ১৬৫টিতেই মেয়র হিসেবে জিতেছে শাসক দল। ২৭টিতে জয়ী হয়েছেন তাদেরই বিদ্রোহী প্রার্থীরা। খালেদা জিয়ার দল বিএনপি পেয়েছে মাত্র ১৯টি শহরের মেয়র পদ। জাতীয় পার্টি এরশাদের দল জিতেছে একটি আসনে।

বুধবার উৎসবের মেজাজে বাংলাদেশের সর্বত্র পুরভোট শুরু হলেও বেলা গড়াতেই কোথাও কোথাও সংঘর্ষ শুরু হয়। চট্টগ্রামে গুলিতে মারা গিয়েছেন এক জন। তিনি শাসক দলের এক বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে। বিকেলে ভোট শেষ হওয়ার পরই বিরোধী দল বিএনপি অভিযোগ করে ভোটে নির্বিচারে জালিয়াতি করেছে শাসক দলের কর্মীরা। নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। শাসক দল দাবি করেছে, কোথাও কোথাও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ছাড়া দেশে শান্তিতেই পুরভোট অনুষ্ঠিত হয়েছে। আওয়ামি লিগ নেতৃত্ব এ জন্য জনগণকে ধন্যবাদও দেন। নতুন আইনে মেয়র নির্বাচন রাজনৈতিক ভাবে হলেও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনকে এখনও দল-নিরপেক্ষই রাখা হয়েছে।

sheikh hasina bangladesh awami league municipal election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy