Advertisement
E-Paper

মিউনিখের সাবওয়েতে চলল গুলি, হামলাকারী-সহ জখম ৪

সাম্প্রতিক কালে জঙ্গি হামলার শিকার হয়েছে ম্যাঞ্চেস্টার-সহ ইউরোপের একাধিক শহর। মঙ্গলবার সাতসকালেই মিউনিখের শহরতলি উন্টারফহরিং-এর হামলার ঘটনা যেন সেই স্মৃতিই উস্কে দিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ২০:১৫
হামলার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছবি: সংগৃহীত।

হামলার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছবি: সংগৃহীত।

সাবওয়েতে হামলার কারণে আতঙ্ক ছড়াল মিউনিখে। সাম্প্রতিক কালে জঙ্গি হামলার শিকার হয়েছে ম্যাঞ্চেস্টার-সহ ইউরোপের একাধিক শহর। মঙ্গলবার সাতসকালেই মিউনিখের শহরতলি উন্টারফহরিং-এর হামলার ঘটনা যেন সেই স্মৃতিই উস্কে দিল।

অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওই হামলায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা পুলিশকর্মী-সহ তিন জন। বাকি দু’জন সাবওয়ের যাত্রী। ঘটনার হামলাকারীও আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।। পরে বছর সাইত্রিশের ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনাকে এখনই জঙ্গি হামলা আখ্যা দিতে চান না পুলিশের শীর্ষকর্তারা। বরং কোনও ব্যক্তিগত আক্রোশেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে বাংলাদেশে মৃত ৭২

ঠিক কী ঘটেছিল?

মিউনিখ পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে শহরতলির উন্টারফহরিং এস-বন স্টেশনে কয়েক জনের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে দেখে তা থামাতে এগিয়ে যান বছর ছাব্বিশের এক মহিলা পুলিশকর্মী। সে সময়ই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি ওই তাঁর সার্ভিস রিভলভার কেড়ে নেয়। এর পর ওই পুলিশকর্মীর মাথা লক্ষ্য করে পর পর গুলি করে সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি অন্তত পাঁচটি গুলি চালিয়েছে। ঘটনাস্থলেই হামলাকারীকে পাল্টা গুলি চালান বাকি পুলিশকর্মীরা। সেখানেই আহত হয়ে মাটিতে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে পুলিশ।

উন্টারফহরিং এস-বন স্টেশনেই চলে হামলা। ছবি: সংগৃহীত।

মিউনিখ পুলিশের মুখপাত্র মার্কাস দা গ্লোরিয়া মার্টিনস জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলাকর্মী অবস্থা সঙ্কটজনক। জার্মানির নাগরিক ওই হামলাকারী মিউনিখেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর ওই স্টেশন-সহ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

গত ২২ মে ম্যাঞ্চেস্টার এরিনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষ হওয়ামাত্র আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হন ২৩ জন। একশোরও বেশি মানুষ আহত হন। সেই আতঙ্ক কাটতে না কাটতেই চলতি মাসের গোড়ায় ৩ জুন লন্ডনে ফের পথচারীদের পিষে দেয় হামলাকারীর গাড়ি। এ বার মিউনিখে ফের সেই আতঙ্কই মাথা চাড়া দিল।

Munich Shooting Subway Attack মিউনিখ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy