Some Information about world's longest non-stop flight dgtl
আন্তর্জাতিক
১৮ ঘণ্টায় ১৭ হাজার কিলোমিটার, বিশ্বের দীর্ঘতম ননস্টপ উড়ানের ভাড়া কত জানেন?
নিজস্ব প্রতিবেদন
১৩ অক্টোবর ২০১৮ ১৩:২৪
Advertisement
১ / ৭
টানা ১৭ ঘণ্টা ৫২ মিনিট। দীর্ঘতম বিমানযাত্রার শেষে নিউ ইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে অবতরণ করল সিঙ্গাপুর এয়ারলাইন্সের ‘এস কিউ ২২’ বিমান। এক ঝলকে দেখে নেওয়া যাক দীর্ঘতম বিমান যাত্রার কিছু তথ্য।
২ / ৭
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার রাত ১১টা ৩৫ মিনিটে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এই বিমান।
Advertisement
Advertisement
৩ / ৭
বিমানটিতে ছিলেন ১৫০ জন যাত্রী। ছিলেন দু’জন চালক-সহ ১৭ জন বিমানকর্মী।
৪ / ৭
আকাশপথে যাত্রীরা পাড়ি দেন মোট ষোলো হাজার সাতশো কিলোমিটার। সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য প্রিমিয়াম ইকনমি শ্রেণিতে ভাড়া ছিল ২১৫০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ ৬০ হাজার টাকা। দু’পিঠের ভাড়া ৩৫০০ মার্কিন ডলার যা প্রায় দু’লক্ষ ৬০ হাজার টাকা।
Advertisement
৫ / ৭
বিমানে ছিল অঢেল বিনোদনের ব্যবস্থা। দীর্ঘ যাত্রায় কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন তাই খাওয়া-দাওয়ার উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে। ঢালাও অরগ্যানিক খাবারের ব্যবস্থাও রাখা হয়।
৬ / ৭
জেট ল্যাগের সমস্যা কমাতে ব্যবস্থা করা হয়েছিল বিশেষ আলোর।
৭ / ৭
সিঙ্গাপুর-নিউ ইয়র্ক রুটের এই বিমান দীর্ঘতম বিমানযাত্রা পিছনে ফেলে দিয়েছে ১৭ ঘণ্টা ৪০ মিনিটের দোহা থেকে অকল্যান্ড যাওয়ার ‘ফ্লাইট ৯২১’-কে।