Advertisement
০৫ মে ২০২৪

আবার প্রশ্নের মুখে ফেসবুক

বিভিন্ন টিভি শো কিংবা বিজ্ঞাপনে ঢুকিয়ে দেওয়া হবে একটি ‘অডিয়ো ফিঙ্গারপ্রিন্ট’। তা থেকে একটি সিগনাল তৈরি হবে। এতই ক্ষীণ শব্দ, সেই সিগনাল মানুষের কানে পৌঁছবে না।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০৩:০৬
Share: Save:

তথ্য-চুরির অভিযোগ ছিলই। এ বার নজরদারি চালানোর দায়ও চাপল ফেসবুকের ঘাড়ে। একটি মার্কিন দৈনিকের দাবি, গোপনে একটি সিস্টেমের পেটেন্ট নিয়েছে মার্ক জ়াকারবার্গের সংস্থা। ওই সিস্টেমের মাধ্যমেই নজরদারি চালাচ্ছে ফেসবুক।

বিষয়টা এমন— বিভিন্ন টিভি শো কিংবা বিজ্ঞাপনে ঢুকিয়ে দেওয়া হবে একটি ‘অডিয়ো ফিঙ্গারপ্রিন্ট’। তা থেকে একটি সিগনাল তৈরি হবে। এতই ক্ষীণ শব্দ, সেই সিগনাল মানুষের কানে পৌঁছবে না। কিন্তু তাতেই স্মার্ট ফোন, ট্যাবলেট কিংবা স্মার্ট স্পিকারে মাইক্রোফোন চালু হয়ে যাবে। টিভিতে ওই ব্যক্তি কোন অনুষ্ঠান দেখছেন, রেকর্ড হয়ে যাবে সবটাই। ওই রেকর্ডিংয়ের সাহায্যেই ফেসবুক চিহ্নিত করে ফেলবে, কে কোন সিরিয়াল দেখছেন। কোন অনুষ্ঠানের জনপ্রিয়তা কতটা। কোনটা বেশি পছন্দ, কোনটা কম।

অভিযোগ অস্বীকার করেনি ফেসবুক। বরং বিষয়টা ‘কিছুই না’ বলে লঘু করার চেষ্টা করছে তারা। এক ফেসবুক-কর্তা বলেন, ‘‘চিরাচরিত ঘটনা। বাজারি প্রতিযোগিতায় টিকে থাকতে এ ধরনের কাজ সবাই করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Facebook Mark Zuckerberg
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE