Advertisement
১২ নভেম্বর ২০২৪
Syria

War Crime: নিজের ১২ বছরের ছেলের নাম লিখিয়েছিলেন সেনায়, সিরিয়ায় যুদ্ধে পাঠিয়ে কাঠগড়ায় মা

সুইডেনের নাগরিক ওই মহিলা ২০২০ সালে সিরিয়া থেকে দেশে ফেরেন। এর পর দেশের আদালতেই তিনি ওই অভিযোগের মুখোমুখি হন।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
স্টকহলম শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ২২:৫৯
Share: Save:

নিজের নাবালক ছেলের নাম সেনাবাহিনীতে লিখিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত সুইডেনের এক মহিলা। মঙ্গলবার এই খবর সামনে আসতেই সারা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।৪৯ বছর বয়সি ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর ১২ বছরের ছেলেকে সিরিয়ায় যুদ্ধে পাঠিয়েছিলেন।

সুইডেনের নাগরিক ওই মহিলা ২০২০ সালে সিরিয়া থেকে দেশে ফেরেন। এর পর দেশের আদালতেই তিনি ওই অভিযোগের মুখোমুখি হন। ওই বালকের জন্ম ২০০১ সালে। ২০১৩ সালে সিরিয়ায় আইএস হয়ে যুদ্ধে অংশ নেয়। বছর তিনেক পর ২০১৭ সালে ওই বালক নিহত হয়। যদিও এর বেশি ওই বালক বা তার ময়োর সম্বন্ধে বেশি কিছু প্রকাশ করেননি কর্তৃপক্ষ।

ওই মহিলার আইনজীবী মাইকেল ওয়েস্টারল্যান্ড জানিয়েছেন, তাঁর মক্কেল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সুইডেনের সরকারি আইনজীবী জানিয়েছেন অপরাধ প্রমাণিত হলে ওই মহিলার চার বছর পর্যন্ত কারাবাস হতে পারে।

প্রসঙ্গত সে দেশের আইন অনুসারে বিদেশে সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মোতাবেক কোনও ব্যক্তির বিচার করা যায় সুইডেনের আদালতে।

অন্য বিষয়গুলি:

Syria War Crime Sweden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE