Advertisement
E-Paper

মন্ত্রীদের নামে যৌন হেনস্থার অভিযোগ

পার্লামেন্টে শুধু এ বছরেই যৌন হেনস্থার অম্তত ন’টি অভিযোগ এসেছে মেট্রোপলিটান পুলিশের কাছে। আগামী সপ্তাহে হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো পার্লামেন্টের কর্মী ও গবেষকদের সুরক্ষা নিয়ে আলোচনায় বসবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৩:৪১
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যৌন হেনস্থার অভিযোগ এ বার ব্রিটিশ পার্লামেন্টের অন্দরেও। এ দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ব্রিটিশ মন্ত্রী ও কনজারভেটিভ সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগের তালিকা প্রধানমন্ত্রী টেরেসা মে-র কাছে পৌঁছেছে। যার জেরে মন্ত্রিসভা ঢেলে সাজতে হতে পারে মে-কে।

অভিযোগ উঠেছে, ওই সব মন্ত্রী এবং কনজারভেটিভ সদস্যরা কখনও পার্লামেন্টে, কখনও বা আবার নিজেদের নির্বাচনী এলাকায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। মহিলা সাংবাদিক ও কোনও কোনও মন্ত্রীর মহিলা সহায়করা এমন অভিযোগ এনেছেন। ১০ ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, ‘‘যৌন হেনস্থার যে কোনও অভিযোগই উদ্বেগজনক।’’ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক সদস্য ব্রিটিশ দৈনিককে বলেছেন, কনজারভেটিভদের চিফ হুইপ গ্যাভিন উইলিয়ামসন কয়েক দিন ধরে এই সব অভিযোগের তালিকা টেরেসাকে জানিয়ে চলেছেন।

পার্লামেন্টে শুধু এ বছরেই যৌন হেনস্থার অম্তত ন’টি অভিযোগ এসেছে মেট্রোপলিটান পুলিশের কাছে।
আগামী সপ্তাহে হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো পার্লামেন্টের কর্মী ও গবেষকদের সুরক্ষা নিয়ে আলোচনায় বসবেন। বিরোধী নেতা জেরেমি করবিনও বলেছেন, ‘‘যে সব এমপি যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’’

sexual harassment Theresa May British Parliament ব্রিটিশ পার্লামেন্ট টেরেসা মে
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy