Advertisement
E-Paper

আমেরিকা-ভেনেজ়ুয়েলা সংঘাত কোন পথে। অ্যাশেজ়ের পঞ্চম টেস্ট। ঠান্ডা কমবে কি। আর কী কী নজরে দিনভর

কোন কোন দেশ ভেনেজ়ুয়েলার পাশে, শুরু হচ্ছে অ্যাশেজ়ের শেষ টেস্ট, ভোটারদের শুনানির দ্বিতীয় সপ্তাহ চলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মধ্যরাত (স্থানীয় সময় অনুসারে রাত ২টো) থেকেই ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। আমেরিকার সামরিক পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে অভিহিত করেছে ভেনেজ়ুয়েলা। ইতিমধ্যেই আমেরিকার এই পদক্ষেপের নিন্দা করেছে চিন, রাশিয়া, ইরান, কিউবার মতো দেশ। মাদুরোকে বন্দি করে কোথায় নিয়ে যাওয়া হয়, ট্রাম্প নতুন করে কী বলেন, কোন কোন দেশ ভেনেজ়ুয়েলার পাশে দাঁড়ায়— এই সমস্ত দিকে আজ নজর থাকবে।

আজ থেকে শুরু হচ্ছে অ্যাশেজ়ের শেষ টেস্ট। প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ় পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে জিতে মানরক্ষা করেছে ইংল্যান্ড। তার আগে ছুটি কাটাতে গিয়ে মদ্যপান করে বিতর্কে জড়িয়েছে ইংরেজরা। প্রশ্ন উঠেছে কোচ ব্রেন্ডন ম্যাকালামের আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে। ছাঁটাই হতে পারেন তিনি। প্রশ্ন উঠছে ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকে নিয়েও। এই টেস্ট চাকরি বাঁচাতে পারে দু’জনের। খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভোটারদের শুনানির দ্বিতীয় সপ্তাহ চলছে। গত সপ্তাহের শনিবার থেকে শুনানি শুরু হয়েছে। জেলায় জেলায় ভোটারদের নথিপত্র যাচাই করা হচ্ছে। প্রথম দিকে জেলায় জেলায় ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। এরই মধ্যে শনিবার কমিশন আরও শুনানিকেন্দ্র চালু করার জন্য অনুমতি দিয়েছে রাজ্যের সিইও দফতরকে। রাজ্যের ১২ জেলায় ১৬০টি অতিরিক্ত শুনানিকেন্দ্র খোলায় সম্মতি দেওয়া হয়েছে। রবিবার শুনানি পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। তার পরের ২৪ ঘণ্টায় তাপমাত্রা একই রকম থাকবে। তার পর ফের পারদপতনের পালা। নতুন করে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে পরবর্তী দু’দিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার পূর্বাভাস ভিন্ন। উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তনের খুব বেশি সম্ভাবনা নেই। তবে তার পরের তিন দিনে আরও দু’ডিগ্রি করে নামতে পারে পারদ।

News of the Day venezuela The Ashes 2025-26 West Bengal SIR USA Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy