সম্পর্কে তিক্ততা, দু’পক্ষেরই আক্রমণ এবং প্রতিআক্রমণ, কোন পথে ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের সম্পর্ক এখন তিক্ততার চরম স্তরে পৌঁছেছে। মাস্কের সংস্থার ভর্তুকি বাতিল থেকে শুরু করে সরকারি চুক্তি বাতিল— একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারির ফলে এক ধাক্কায় মাস্কের সংস্থার শেয়ার পড়ে গিয়েছে। তবে দমে যাননি মাস্ক। তিনিও প্রতিআক্রমণের সুর চড়িয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে। মাস্ক দাবি করেছেন, তাঁর সাহায্য ছাড়া ট্রাম্প নির্বাচনে জিততেই পারতেন না ট্রাম্প। দু’জনের এই সংঘাতের সূত্রপাত একটি বিলকে কেন্দ্র করে। আমেরিকার জনস্বার্থে সম্প্রতি একটি বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প। সেটিকে তিনি ব্যাখ্যা করেছেন ‘বড় ও সুন্দর বিল’ হিসাবে। ট্রাম্পের ওই বিলের ফলে এত দিন ধরে ডিওজিই যে কাজ করে এসেছে, তা ব্যর্থ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন মাস্ক। পর দিনই ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফা দেন এই ধনকুবের। এই আবহে ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
লাল সুরকির নতুন রানি কে হবেন, ফরাসি ওপেনে মহিলাদের ফাইনাল
আজ ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনাল। নতুন চ্যাম্পিয়ন পাবে রোলঁ গারোজ। মুখোমুখি কোকো গফ ও আরিনা সাবালেঙ্কা। শীর্ষ বাছাই সাবালেঙ্কা এ বারই প্রথম ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন। দ্বিতীয় বাছাই গফের এটি দ্বিতীয় ফাইনাল। ২০২২ সালে তিনি ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। কিন্তু ইগা শিয়নটেকের কাছে হেরে গিয়েছিলেন। এ বার লাল সুরকির রানি কে হবেন? খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ত্রাণশিবিরে যেতেও ভয় গাজ়াবাসীর, ইজরায়েলি সেনার হামলার আশঙ্কা
প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজ়রায়েলের সংঘর্ষ এখনও জারি রয়েছে। প্রতি দিনই হামাসের উপর হামলা চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। মৃত্যু হচ্ছে সাধারণ গাজ়াবাসীরও। গাজ়া ভূখণ্ডে ত্রাণশিবিরের কাছে গুলি চালানোরও অভিযোগ উঠেছে ইজ়রায়েলের বিরুদ্ধে। উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণশিবির সাময়িক ভাবে বন্ধও করে দেওয়া হয়েছিল। এই অবস্থায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাজ়াবাসীদের ত্রাণশিবিরে যাওয়ার অনুমতি দিয়েছেন ইজ়রায়েলি কর্তৃপক্ষ। শুক্রবারও গাজ়ায় ৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। যুদ্ধবিধ্বস্ত গাজ়া ভূখণ্ডের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
রাজ্য জুড়ে বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টিরও পূর্বভাস
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে বেশ কিছুটা পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া মোটের উপর থাকবে শুকনো। আগামী সপ্তাহের বুধবার থেকে শহরে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইংল্যান্ড সফরে ভারত এ দলের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা
ভারত এ দলের ইংল্যান্ড সফরে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা। কেমন খেলবেন অভিমন্যু ঈশ্বরন-করুণ নায়ারেরা? বিকেল সাড়ে ৩টে থেকে খেলা শুরু।