Advertisement
E-Paper

ইজ়রায়েল-ইরান সংঘর্ষ। রবিবারের জোড়া দুর্ঘটনার তদন্ত কোন পথে। কেমন আছেন অভিজিৎ, নজরে আর কী

শুক্রবার থেকে শুরু হয়েছে সংঘর্ষ। ইজ়রায়েল এবং ইরান উভয়েই একে অন্যের উপর হামলা চালিয়ে যাচ্ছে। মৃত্যু হচ্ছে সাধারণ নাগরিকদেরও। দু’দেশের এই সংঘর্ষ পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৭:৫১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরান-ইজ়রায়েল সংঘর্ষ কোন পথে

শুক্রবার থেকে শুরু হয়েছে সংঘর্ষ। ইজ়রায়েল এবং ইরান উভয়েই একে অন্যের উপর হামলা চালিয়ে যাচ্ছে। মৃত্যু হচ্ছে সাধারণ নাগরিকদেরও। দু’দেশের এই সংঘর্ষ পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের পশ্চিম এশিয়ায় অবস্থিত সামরিক ঘাঁটিতেও হামলা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ট্রাম্পও জানিয়ে রেখেছেন, আমেরিকার উপর হামলার চেষ্টা হলে ইরানকে তছনছ করে দেওয়া হবে। যদিও পরে ইরান দাবি করে, বাধ্য না করলে তারা পশ্চিম এশিয়ার অন্য দেশে এই সংঘর্ষ ছড়াতে চায় না। এরই মধ্যে রবিবার রাতে ট্রাম্প সমাজমাধ্যমে জানান, ইরান এবং ইজ়রায়েলের বোঝাপড়ায় আসা উচিত বলে মনে করছেন তিনি। সেই বোঝাপড়া হয়ে যাবে বলেও প্রত্যয়ী তিনি। ট্রাম্পের বার্তার পরে ইরান এবং ইজ়রায়েলের যুদ্ধ পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ শণাক্ত করার অপেক্ষায় পরিজনেরা

ডিএনএ পরীক্ষায় বিমানের ৪৭ জন যাত্রীর দেহ শনাক্ত করা গিয়েছে। প্রিয়জনের দেহের অপেক্ষায় বসে রয়েছেন বাকি যাত্রীদের পরিবারের সদস্যেরা। ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত হয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীরও। আজ রাজকোটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এক দিনের শোকদিবস ঘোষণা করেছে গুজরাত সরকার। আজ সেখানকার সার্বিক পরিস্থিতির উপর নজর থাকবে।

রবিবারের দুই দুর্ঘটনার তদন্ত

রবিবার মহারাষ্ট্রের পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩২ জন। বেশ কয়েক জন খরস্রোতা নদীতে তলিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্য দিকে উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার ভেঙে পড়ে সাত জনের মৃত্যু হয়েছে। গত ছয় সপ্তাহে এই নিয়ে পাঁচ বার কেদারনাথে দুর্ঘটনার কবলে পড়ল হেলিকপ্টার। রবিবারের এই জোড়া বিপর্যয়ের তদন্ত কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

সঙ্কটমুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত নন তমলুকের বিজেপি সাংসদ তথা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতার আলিপুরের একটি হাসপাতালে আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, মনে করা হচ্ছে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। আজ অভিজিতের শারীরিক পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

বেসরকারি হাসপাতাল সংশোধনী বিল বিধানসভায়

বেসরকারি হাসপাতালগুলির বিলে লাগাম পরাতে আগেই নতুন আইন তৈরি করেছিল রাজ‍্য সরকার । এ বার সেই আইন সংশোধন করতে বিধানসভায় বিল পেশ করা হবে । আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট সংশোধনী বিলটি পেশ করা হবে । সেই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ ও আগামিকাল এই সংশোধনী বিল নিয়ে আলোচনা করা হবে। দুই দিন আলোচনার পর তা পাশ হবে। তবে সোমবার বিধানসভার প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব, উল্লেখ পর্ব হবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ত্রিদেশীয় সফরে মোদী সাইপ্রাসে

পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে রবিবারই সাইপ্রাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমধ্যসাগরীয় এই দ্বীপরাষ্ট্রের কর্মসূচি শেষে আজ কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি যোগ দেবেন জি-৭ সম্মেলনে। ভারত এবং কানাডার কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপড়েনের মাঝে প্রধানমন্ত্রীর এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ঘটনাচক্রে, অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে এই ত্রিদেশীয় সফরই প্রথম বিদেশ সফর মোদীর। এই সফরে কানাডার প্রধানমন্ত্রী কার্নের সঙ্গে মোদীর পৃথক কোনও বৈঠক হয় কি না, জি-৭ বৈঠকেই বা কোন কোন বিষয়ের উপর জোর দিতে পারেন মোদী, সে সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

বিধানসভাতেই বসবে মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার বৈঠক বসছে বিধানসভায়। আজ বিধানসভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই অধিবেশনের প্রথমার্ধ শেষে মুখ্যমন্ত্রীর ঘরে বসবে বিধানসভার বৈঠক । এ ছাড়াও ক্লিনিক্যাল এসটালিশমেন্ট বিল নিয়ে আলোচনা হবে বিধানসভায় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীগঞ্জের উপনির্বাচনে প্রচারে থাকায় তিনি অংশগ্রহণ করবেন না বলেই বিজেপি সূত্রের খবর।

ক্লাব বিশ্বকাপে খেলতে নামছে চেলসি, বোকা জুনিয়র্স

শুরু হয়ে গিয়েছে ক্লাব বিশ্বকাপ। আমেরিকায় হচ্ছে এই প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম থাকছে পূর্ণ। আজ সকাল ৭.৩০টায় মুখোমুখি হবে ব্রাজিলের বোটাফোগো এবং আমেরিকার সিয়াটল সাউন্ডার্স। রাত ১২.৩০টায় চেলসির সঙ্গে খেলা লস অ্যাঞ্জেলেস এফসি-র। রাত ৩.৩০টায় মুখোমুখি বোকা জুনিয়র্স এবং বেনফিকা। সব খেলা দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।

ইংল্যান্ডে ভারতীয় দলের খবর

প্রথম টেস্ট শুরু হতে বাকি আর চার দিন। নিজেদের মধ্যে দল গড়ে ফেলে ম্যাচও খেলে ফেলেছেন শুভমন গিলেরা। প্রথম টেস্টের আগে কী ভাবে প্রস্তুত হচ্ছে ভারত। থাকছে সব খবর।

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি, কয়েক জেলায় ভারী বর্ষণ

আজ ঝড়বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টি হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

News of the Day Iran-Israel Conflict Ahmedabad Plane Crash Abhijit Gangopadhyay Bidhansabha India vs England 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy