Advertisement
E-Paper

ইরান-ইজ়রায়েল সংঘর্ষ। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় অন্তবর্তী নির্দেশ। বিধানসভা। আর কী কী

ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮৭ জনের দেহ এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ০৭:৫৮
Share
Save

ইরান-ইজ়রায়েল সংঘর্ষ: আরও জটিল হবে যুদ্ধ পরিস্থিতি? শান্তি ফেরাতে তৎপরতা বিভিন্ন দেশের

ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষের আজ পঞ্চম দিন। দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালাচ্ছে। ইজ়রায়েলের দাবি, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান। ইজ়রায়েলও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইরানের। আপাতত সামরিক সংঘর্ষ দু‌ই দেশের মধ্যে সীমিত থাকলেও, পশ্চিম এশিয়ায় অন্যত্রও সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক স্তরে চেষ্টা করছে বিভিন্ন দেশ। শুধু তা-ই নয়, ইজ়রায়েল এবং ইরান উভয় পক্ষই নিজেদের দিকে কিছু সমর্থন জোগাড় করতে পেরেছে। সোমবারই তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এর্দোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাবি, উভয়েই ইরানের বিরুদ্ধে ইজ়রায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় ইজ়রায়েলের অন্যতম ‘বন্ধু রাষ্ট্র’ আমেরিকা। পাশাপাশি ব্রিটেন এবং জার্মানিকেও পাশে পেয়েছেন নেতানিয়াহু। ইরান এবং ইজ়রায়েলের সংঘর্ষের পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর থাকবে আজ।

ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় অন্তবর্তী নির্দেশ

ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় আজ অন্তবর্তী নির্দেশ দেবে কলকাতা হাই কোর্ট। সোমবারের শুনানিতে রাজ্যের করা সমীক্ষা নিয়ে আপত্তি করলেন মামলাকারীরা। তাঁদের বক্তব্য, কলকাতা হাই কোর্টের রায় মেনে সমীক্ষা করা হয়নি। আদালত বলেছিল, সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে ভিন্ন রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে। কিন্তু রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখেছে। আগের ওবিসি তালিকার সঙ্গে বর্তমান তালিকার সামান্য কিছু পার্থক্য রয়েছে। আবার রাজ্য হাই কোর্টে জানায়, ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সব আটকে রয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই বিষয়ে একটি অন্তর্বতী নির্দেশ দেওয়া হবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দ্বিতীয় ব্ল্যাকবক্স থেকে কী মিলবে! বিমান দুর্ঘটনায় মৃতদেহ শণাক্তকরণ

অহমদাবাদের বিমান দুর্ঘটনার চার দিন পরে পাওয়া গিয়েছে দ্বিতীয় ব্ল্যাকবক্সটি। ঘটনাস্থল থেকেই তা উদ্ধার সম্ভব হয়েছে সোমবার। এই ব্ল্যাকবক্সে বিমানের ককপিটের কথাবার্তা রেকর্ড করা রয়েছে। তা উদ্ধার করা গেলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে আসতে পারে। আগেই অন্য ব্ল্যাকবক্সটি পাওয়া গিয়েছিল। দুই ব্ল্যাকবক্স অহমদাবাদের তদন্তে গতি আনবে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮৭ জনের দেহ এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। তাঁদের মধ্যে ৪৭ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রিয়জনের দেহের অপেক্ষায় বসে রয়েছেন বাকি যাত্রীদের পরিবারের সদস্যেরা।

বিধানসভার অধিবেশন, থাকবেন শুভেন্দু অধিকারী

আজ বিধানসভার অধিবেশন রয়েছে। অধিবেশনে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও ‘উল্লেখ’ ও ‘কলিং অ‍্যাটেনশন’ পর্ব থাকবে। দ্বিতীয়ার্ধে হবে ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল’ নিয়ে আলোচনা। সোমবার বিলটি নিয়ে আলোচনা হয়েছিল তবে আজ সেই বিল পাশ করানোর কথা।

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি, কলকাতা ও কয়েক জেলায় ভারী বর্ষণ

আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণ (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। আজ ঝড়বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ওই দুই জেলা-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ক্লাব বিশ্বকাপে রয়েছে ডর্টমুন্ড, ইন্টার মিলানের খেলা

ক্লাব বিশ্বকাপে মঙ্গলবার রাত এবং বুধবার ভোরে রয়েছে চারটি খেলা। মঙ্গলবার রাত ৯.৩০টায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের বিরুদ্ধে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। রাত ১২.৩০টায় আর্জেন্টিনার রিভারপ্লেটের মুখোমুখি জাপানের উরাওয়া রেডস। বুধবার ভোর ৩.৩০টেয় জাপানের উলসানের বিরুদ্ধে খেলবে আফ্রিকার মামেলোডি সানডাউন্স। ভোর ৬.৩০টায় মেক্সিকোর মন্টেরের বিরুদ্ধে খেলবে ইন্টার মিলান। সব খেলা দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।

ভারতীয় দলে যোগ দিচ্ছেন গম্ভীর, সব খবর

মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরেছিলেন কোচ গৌতম গম্ভীর। তিনি মঙ্গলবার লিডসে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। প্রথম টেস্ট শুরু হতে বাকি আর তিন দিন। দল চলে গিয়েছে লিডসে। থাকছে সব খবর।

News of the Day Iran-Israel Conflict OBC Certificate Ahmedabad Plane Crash Suvendu Adhikari India vs England 2025

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।