তেহরান ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকে, কোন পথে ইরান-ইজ়রায়েল সংঘর্ষ
ইরান এবং ইজ়রায়েলের সংঘর্ষ এখনও চলছে। দু’পক্ষই একে অন্যকে আক্রমণ করছে। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সকলকে ইরানের রাজধানী তেহরান থেকে দ্রুত অন্যত্র সরে যেতে পরামর্শ দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে অনেকেই তেহরান থেকে দূরে পালাতে শুরু করেছেন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অনেক তেহরানবাসী রাজধানী শহর ছেড়ে ইরানের উত্তর প্রান্তে আশ্রয় নিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতির চেয়েও বড় কিছু ঘটতে চলেছে। তবে তিনি কিসের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। মঙ্গলবারও ইরান এবং ইজ়রায়েল দুই দেশই একে অন্যের উপর হামলা চালিয়েছে। দু’পক্ষই অভিযোগ করছে, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা হয়েছে। এখনও পর্যন্ত ইরানে ২২৪ জন এবং ইজ়রায়েলে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। দু’পক্ষের সংঘর্ষের দিকে নজর থাকবে আজ।
রাজ্য বিধানসভার অধিবেশন, আলোচনায় ‘সেলস ট্যাক্স বিল’
বিধানসভার অধিবেশন আজও বসবে। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি ‘উল্লেখ’ এবং ‘কলিং অ্যাটেনশন’ পর্ব হবে। দ্বিতীয়ার্ধে ‘সেলস ট্যাক্স বিল’ নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবারও সেই আলোচনা চলবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অব্যাহত রুশ-ইউক্রেন যুদ্ধ, চলছে ধারাবাহিক আক্রমণ
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ এখনও অব্যাহত। ইউক্রেনের রাজধানী কিভে ধারাবাহিক ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুধু কিভ নয়, ইউক্রেনের বিভিন্ন প্রান্তে চলছে রুশ হানা। আছড়ে পড়ছে একের পর এক বোমারু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। সোমবার রাতভর রুশ ড্রোন হানার পরে শুধু কিভেই অন্তত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রত্যাঘাত করেছে ইউক্রেনও। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে ইউক্রেনে ৪৪০টি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ। অন্য দিকে, রাশিয়ার দাবি, তারা ১৪৭টি ইউক্রেনীয় ড্রোন হানা প্রতিহত করেছে। এই পরিস্থিতিতে দুই দেশের যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট শুরুর আগে শুভমনদের সব খবর
পরশু থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ লি়ডসে। তার আগে কী ভাবে প্রস্তুত হচ্ছে শুভমন গিলের দল? থাকছে ভারতীয় শিবিরের সব খবর।
রাজ্যে প্রবেশ করেছে বর্ষা, কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, কোথায় কোথায়
উত্তরবঙ্গের বেশির ভাগ অংশে বর্ষা ঢুকেছিল আগেই। তবে আগেভাগে এসে পড়লেও গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নিচ্ছিল মৌসুমি বায়ু। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা রাজ্যেই বর্ষা ঢুকে পড়েছে। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। আজ অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।
ক্লাব বিশ্বকাপ ফুটবলে রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার সিটির খেলা
ক্লাব বিশ্বকাপে আজ নামছে ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে ওয়েদাদ এসি-র সঙ্গে। এই ম্যাচ রাত ৯:৩০ থেকে। এর পর রাত ১২:৩০ থেকে রয়েছে রিয়াল মাদ্রিদ বনাম আল হিলাল খেলা। সব শেষে রাত ৩:৩০ থেকে মুখোমুখি পাচুকা ও আরবি সালসবার্গ। কাল বৃহস্পতিবার রয়েছে জুভেন্টাসের খেলা। তাদের বিপক্ষে আল আইন। এই ম্যাচ ভোর ৬:৩০ থেকে। সব খেলা দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।