ইরান-ইজ়রায়েল সংঘর্ষে কি জড়িয়ে পড়বে আমেরিকাও? কী চলছে পশ্চিম এশিয়ায়
ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সামরিক সংঘর্ষে কি এ বার জড়িয়ে পড়বে আমেরিকাও? পশ্চিম এশিয়ার পরিস্থিতি যত গড়াচ্ছে, এই প্রশ্ন তত বেশি করে উঠে আসছে। ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীকে কোনও নির্দেশ দেবেন কি না, তা স্পষ্ট করেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি এমন কিছু করতেও পারেন, আবার না-ও করতে পারেন। এখনও কোনও সিদ্ধান্ত নেননি। সূত্রের খবর, ইরানের নির্দিষ্ট কিছু নিশানায় আঘাত হানতে চাইলেও পশ্চিম এশিয়ার সংঘর্ষে নিজেদের পুরোপুরি জড়িয়ে ফেলতে চাইছে না আমেরিকা। যুদ্ধে না-জড়িয়েও কী ভাবে ওই লক্ষ্যবস্তুগুলিতে আঘাত হানা যায়, তা নিয়ে আমেরিকার শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার ইরানের একটি নির্মীয়মাণ রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে ইজ়রায়েল। পাল্টা দিয়েছে ইরানও। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে ইজ়রায়েলের একটি হাসপাতাল। তেল আভিভেও চলেছে বোমাবর্ষণ। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর থাকবে আজ।
এমসে কেমন আছেন প্রাক্তন বিচারপতি, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। বৃহস্পতিবার তাঁকে কলকাতা থেকে এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি এমসে তাঁর চিকিৎসা হবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও রয়েছে। গত শনিবার পেটে তীব্র যন্ত্রণা এবং ঘন ঘন বমির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর তাঁর শারীরিক অবস্থার আরও খানিকটা অবনতি হয়। কলকাতার হাসপাতালে আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল অভিজিৎকে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর থাকবে আজ।
অধিনায়ক শুভমনের প্রথম সিরিজ়, ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট
আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। প্রথম টেস্ট লিডসে। টেস্ট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর এই প্রথম খেলতে নামবে ভারত। অধিনায়ক হিসাবে শুভমন গিলের এটিই অভিষেক সিরিজ়। এই সিরিজ় দিয়েই শুরু হচ্ছে ভারতের ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ৫ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
গ্রাফিক আনন্দবাজার ডট কম।
রাজ্য জুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন
আজ রাজ্য জুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করবে বিজেপি। ১৯৪৬ সালে এই তারিখে তৎকালীন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটির মাধ্যমে স্থির হয়েছিল যে, বাংলার পশ্চিম অংশ (অধুনা পশ্চিমবঙ্গ) পাকিস্তানে যাবে না, তা ভারতে থাকবে। পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে যেতে না-দিয়ে ভারতে রাখার সেই প্রক্রিয়ায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরে প্রতি বছর এই তারিখে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করে। আজও দলীয় কার্যালয়ে শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ‘পশ্চিমবঙ্গ দিবস পালন করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে রেড রোডে গিয়ে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করবেন।
বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র স্পোর্টস ইউনিভার্সিটি বিল পেশ
পশ্চিমবঙ্গে তৈরি হবে প্রথম ক্রীড়া বিষয়ক বিশ্ববিদ্যালয়। আজ বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র স্পোর্টস ইউনিভার্সিটি বিল পেশ হবে। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি হবে ‘কলিং অ্যাটেনশন’ এবং ‘মেনশন’ পর্ব। দ্বিতীয়ার্ধে পেশ হবে বিলটি। পাশ করানো হবে আগামী সোমবার আলোচনার পর।
চাকরিহারা কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রায় ঘোষণা হাই কোর্টের
গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ভাতা দেওয়া নিয়ে রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। শুক্রবার রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিংহ। এসএসসির চাকরিহারা কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাই কোর্টে। গত সপ্তাহে ওই মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত ছিল। বৃহস্পতিবার হাই কোর্টের তরফে জানানো হয়, আজ সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি সিংহ।
জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, নিম্নচাপের বৃষ্টি আর কত দিন?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অঞ্চল ক্রমশ পশ্চিম দিকে সরছে। এর ফলে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্রও। মৎস্যজীবীদের সমুদ্রে যওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও অন্তত ২৪ ঘণ্টা। তবে শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কমতে পারে। এই দু’দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হলেও আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিতে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে মুখ খুলবেন বাইচুং? থাকছে সব খবর
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, বিশেষ করে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে নিয়ে দীর্ঘ দিন ধরেই ক্ষুব্ধ বাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এই নিয়ে আজ আবার মুখ খুলবেন। বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন ডেকেছেন বাইচুং। কী বলবেন? থাকছে সব খবর।
ক্লাব বিশ্বকাপে পিএসজি, বেনফিকা, চেলসি, বায়ার্ন মিউনিখের খেলা
ক্লাব বিশ্বকাপে আজ তিনটি খেলা। পিএসজি-বোটাফোগো ম্যাচ ভোর ৬:৩০ থেকে। বাকি দু’টি ম্যাচ রাতে। বেনফিকা-অকল্যান্ড সিটি খেলা রাত ৯:৩০ থেকে। চেলসি-ফ্ল্যামেঙ্গো ম্যাচ রাত ১১:৩০ থেকে। কাল ভোর ৬:৩০ থেকে রয়েছে বায়ার্ন মিউনিখ-বোকা জুনিয়র্স ম্যাচ। খেলা দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।