Advertisement
E-Paper

খাদ্য সঙ্কটের আশঙ্কা গাজ়ায়। গুপ্তচর যোগে আর কেউ কি গ্রেফতার হবে। আইপিএলে কোহলিরা। আর কী কী

ওষুধ, ময়দা গাজ়ার শিশুদের কাছে আদৌ পৌঁছে দেওয়া যাবে কি না, বৃহস্পতিবার তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবিক সংগঠনের মুখপাত্র জেন্‌স লের্‌কে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:০৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

খাবারের জন্য হাহাকার, ত্রাণ পৌঁছালেও প্রশ্ন নিরাপত্তায়, খাদ্য সঙ্কটের আশঙ্কা গাজ়ায়

যুদ্ধবিধ্বস্ত গাজ়া ভূখণ্ডে খাবারের জন্য হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রাণসামগ্রী পৌঁছোতে শুরু করলেও সেগুলি সাধারণ গাজ়াবাসীর কাছে কতটা পৌঁছোচ্ছে, তা নিয়ে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। ত্রাণ সামগ্রী নিয়ে রাষ্ট্রপুঞ্জের ট্রাক ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে গাজ়ায়। তবে ওই ওষুধ, ময়দা গাজ়ার শিশুদের কাছে আদৌ পৌঁছে দেওয়া যাবে কি না, বৃহস্পতিবার তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবিক সংগঠনের মুখপাত্র জেন্‌স লের্‌কে। তিনি জানিয়েছেন, গাজ়ায় বেশ কিছু ট্রাক প্রবেশ করে গিয়েছে। কিন্তু ট্রাকের জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে সমস্যার মুখে পড়ছেন সাহায্যকারী সংগঠনের সদস্যেরা। ত্রাণ লুটের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় গাজ়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

গুপ্তচর-যোগের তদন্তে জুড়ল বারাণসীর নামও, আর কেউ কি গ্রেফতার হবে

হরিয়ানার সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্রাকে আরও চার দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তাঁকে জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে তদন্তকারীরা। পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে আরও কারা যোগাযোগ রাখতেন, সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগের অভিযোগে উত্তরপ্রদেশের বারাণসীর এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, পাক সেনার এক জওয়ানের স্ত্রীর সঙ্গে তাঁর আলাপ ছিল। অভিযুক্তের মোবাইলে প্রায় ৬০০টি পাকিস্তানি নম্বর পাওয়া গিয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। পাক গুপ্তচর-যোগের তদন্ত কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিকাশ ভবনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে শুনানি হাই কোর্টে

বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের প্রতিবাদ, বিক্ষোভে আপত্তি জানায় রাজ্য। তাদের বক্তব্য, বিক্ষোভের ঘটনায় ২২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। বিশৃঙ্খল পরিস্থিতির ফলে অসুস্থ হয়ে পড়েছেন ১৯ জন সাধারণ মানুষ। সেখানে বিকাশ ভবন ছাড়াও অনেক সরকারি দফতর রয়েছে। বিক্ষোভের ফলে কাজ করতে সমস্যায় পড়ছেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ভিজিল্যান্স কমিশন, এসবিআই ব্যাঙ্কের কর্মীরা। রাজ্যকে ওই মর্মে লিখিত আবেদন করতে বলেছে আদালত। অন্য দিকে, মামলাকারী এফআইআর খারিজ চেয়ে আবেদন করেছেন। আজ ওই বিষয়গুলি আবার শুনবে আদালত। হাই কোর্ট কী জানায় আজ সে দিকে নজর থাকবে।

আইপিএলে প্রথম দুয়ে থাকার লড়াইয়ে নামছেন কোহলিরা

আইপিএলের প্লে-অফের চার দল নিশ্চিত হয়ে গিয়েছে। এ বার লড়াই প্রথম দুই স্থানের মধ্যে থাকার। সে ক্ষেত্রে ফাইনালে ওঠার বাড়তি একটা সুযোগ পাওয়া যাবে। সেই লড়াইয়ে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ তাদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। আজ উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

News of the Day gaza Israel Hamas Conflict India Pakistan Tension Bikash Bhavan IPL Match Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy