Advertisement
E-Paper

ট্রাম্প বনাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় লড়াই কোন দিকে। গাজ়ায় কি মৃত্যু আরও বাড়বে। আর কী কী নজরে

শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার সরকারের পদক্ষেপকে ‘বেআইনি এবং অযৌক্তিক’ বলে জানিয়ে আদালতে স্থগিতাদেশের আর্জি জানানোর কথা ঘোষণা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সেই আবেদন মেনে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প বনাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় লড়াই কোন দিকে

ট্রাম্প সরকার বিদেশি পড়ুয়া ভর্তির ক্ষেত্রে বৃহস্পতিবার ছ’দফা শর্ত দিয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। নির্দেশিকায় জানানো হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তাঁরা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবেন। এই পরিস্থিতিতে শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার সরকারের পদক্ষেপকে ‘বেআইনি এবং অযৌক্তিক’ বলে জানিয়ে আদালতে স্থগিতাদেশের আর্জি জানানোর কথা ঘোষণা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সেই আবেদন মেনে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

বোমাবর্ষণ, একই সঙ্গে অনাহার! গাজ়ায় কি মৃত্যু আরও বাড়বে

গাজ়া ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইজ়রায়েল। ইউরোপ ইউনিয়নের চোখ রাঙানির পরেও দমেনি তারা। ধারাবাহিক বোমাবর্ষণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজ়ায় পর্যাপ্ত ত্রাণ না-পৌঁছোলে ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছিল রাষ্ট্রপুঞ্জ। তার পর অবশ্য কিছু ত্রাণ পৌঁছোয় সেখানে। কিন্তু তাতে অনাহারে মৃত্যু রোখা যায়নি। গাজ়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, খাদ্যের অভাবে সেখানে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে প্রত্যেকেই শিশু এবং প্রবীণ ব্যক্তি। অনাহারে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএলে প্রথম দুয়ে থাকার লড়াইয়ে নামছেন শ্রেয়সেরা

আইপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারের দলের লক্ষ্য এখন পয়েন্ট তালিকায় প্রথম দু’টি জায়গার মধ্যে থাকা। সেই লক্ষ্যে আজ তাঁদের লড়াই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। অক্ষর পটেলের দল প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেলেও লিগ পর্বের শেষ ম্যাচে নিজেদের উজাড় করে দিতে মরিয়া থাকবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন রাহুল, দেখা করবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে

আজ জম্মু ও কাশ্মীরের পুঞ্চে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি ভারত-পাক উত্তেজনার মাঝে পাকিস্তানি সেনার গোলাবর্ষণে পুঞ্চের বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরবর্তী সময়ে এটি রাহুলের দ্বিতীয় জম্মু ও কাশ্মীর সফর। এর আগে গত ২৫ এপ্রিল জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন তিনি। ওই সময় জঙ্গিহানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। এ বার অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে ফের জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন কংগ্রেস নেতা। ভারত-পাক সংঘর্ষের সময়ে জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অঞ্চলে ড্রোন হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছিল পাকিস্তান। ওই হামলায় যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম পুঞ্চ।

ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে, তবুও ভ্যাপসা গরম থেকে স্বস্তি নেই

সকাল থেকে আকাশের মুখভার। বেলা বাড়লে ভ্যাপসা গরম। আপাতত এমনই থাকবে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। যদিও তাতে অস্বস্তি কমার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় এই হলুদ সতর্কতা জারি থাকবে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চললেও আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না। গরম এবং অস্বস্তি বজায় থাকবে।

News of the Day Donald Trump Havard University Israel-Hamas Conflict Tata IPL 2025 Jammu and Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy