গাজ়ায় ধারাবাহিক হামলা ইজ়রায়েলি সেনার, ত্রাণের অপ্রতুলতার আশঙ্কায় রাষ্ট্রপুঞ্জ
গাজ়া ভূখণ্ডে ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। শনিবারও গাজ়ায় ইজ়রায়েলি হানায় সাধারণ প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। শুক্রবার গাজ়ায় খান ইউনিস শহরে ইজ়রায়েলি হানায় এক চিকিৎসকের ৯ সন্তানের মৃত্যু হয়েছে। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের নতুন করে যুদ্ধবিরতির কোনও সম্ভাবনা তৈরি হয়নি। এই যুদ্ধ পরিস্থিতির মাঝে গাজ়ায় মানবিক সাহায্য (খাদ্য, পানীয় জল এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম) পাঠাতে শুরু করেছে রাষ্ট্রপুঞ্জ। ইতিমধ্যে ত্রাণসামগ্রী নিয়ে রাষ্ট্রপুঞ্জের ট্রাক প্রবেশ করেছে গাজ়ায়। তবে ওই ত্রাণসামগ্রী গাজ়ার সকল প্রান্তে পৌঁছোতে পারছে না বলেও শোনা যাচ্ছে। এই অবস্থায় গাজ়াবাসীর জন্য আরও বেশি ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। উদ্ভূত পরিস্থিতিতে গাজ়ায় খাদ্য সঙ্কট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। গাজ়ার প্রশাসন জানিয়েছে, খাদ্য ও ওষুধের অভাবে অন্তত ২৪২ জনের মৃত্যু হয়েছে সেখানে। অপুষ্টিতে মারা গিয়েছেন অন্তত ৫৮ জন প্যালেস্টাইনি।
দক্ষিণ কোরিয়ায় ভারতীয় প্রতিনিধিদল, আছেন অভিষেক
সন্ত্রাসবাদের নেপথ্যে পাকিস্তানের ভূমিকা এবং ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিশ্বকে জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রতিনিধিদল জাপান থেকে শনিবার রাতেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে পৌঁছেছে। আজ সেখানে তাদের কর্মসূচির খবরে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ কর্মসূচি
আজ ‘মন কি বাত’ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেলা ১১টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর বার্তা। সাধারণত প্রতি মাসের শেষ রবিবার, মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন মোদী। ঘটনাচক্রে, ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সংঘর্ষের পরে এই প্রথম প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কর্মসূচি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ কর্মসূচিতে ভারত-পাক দ্বন্দ্বের পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই নিয়ে কোনও বার্তা থাকে কি না, সে দিকে নজর থাকবে আজ।
জিতে এ বারের মতো আইপিএল শেষ করতে পারবে কেকেআর?
আইপিএলে আজ শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ। তাদেরও এটি শেষ ম্যাচ। দুই দলই আগেই বিদায় নিয়েছে আইপিএল থেকে। অজিঙ্ক রাহানের কেকেআর কি জিতে শেষ করতে পারবে? প্রথম দুইয়ে শেষ করার দৌড়ে থাকা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আগের ম্যাচে হারিয়ে দিয়েছে হায়দরাবাদ। তারা কি কলকাতাকে হারাতে পারবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। আজ আরও একটি ম্যাচ রয়েছে। গুজরাত টাইটান্স খেলবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। সদ্য ভারতের টেস্ট অধিনায়ক হওয়া শুভমন গিলের গুজরাতের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের খেলা বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেন
আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেন টেনিস প্রতিযোগিতা। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম এটি। পুরুষদের সিঙ্গলসে প্রথম দিন কোনও বড় তারকরা খেলা নেই। তবে মহিলাদের সিঙ্গলসে নামছেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল এবং সোনি লিভ ও ফ্যান কোড অ্যাপে।