Advertisement
E-Paper

পহেলগাঁও কাণ্ড নিয়ে কোন পথে ভারত-পাক দ্বিপাক্ষিক দ্বন্দ্ব। বদলা নিতে পারবে কি কেকেআর। আর কী

পঞ্জাবের অটারী-ওয়াঘা সীমান্তে ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানে বদল আনছে বিএসএফ। সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্তে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, শিমলা চুক্তি-সহ একাধিক চুক্তি স্থগিত ও বাণিজ্যও বন্ধ করার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৮:০১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ড নিয়ে কঠোর পদক্ষেপ ভারত-পাকিস্তানের, কোন পথে দ্বিপাক্ষিক দ্বন্দ্ব

পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যুর পরেই দুই দেশের চাপানউতোর চলছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে পদক্ষেপ করছে। ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিতের কথা জানিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, পাকিস্তানের নাগরিকদের সার্ক ভিসা বাতিল ও দুই দেশের দূতাবাসকে কার্যত ‘গুরুত্বহীন’ করার মতো সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদী সরকার। এ ছাড়াও, পঞ্জাবের অটারী-ওয়াঘা সীমান্তে ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানে বদল আনছে বিএসএফ। সিন্ধু জল চুক্তি স্থগিতের সিদ্ধান্তে পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, শিমলা চুক্তি-সহ একাধিক চুক্তি স্থগিত ও বাণিজ্যও বন্ধ করার। তবে পাকিস্তান এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। পহেলগাঁও-কাণ্ডের পর ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক কোন দিকে গড়ায়, আজ নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে।

ইডেনে বদলা নিতে পারবে কেকেআর? বিপক্ষে পঞ্জাব

আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের খেলা। তাদের খেলতে হবে পঞ্জাব কিংসের সঙ্গে। গত বার কলকাতাকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার এ বার পঞ্জাবের দায়িত্বে। প্রথম পর্বের ম্যাচে ১৬ রানে হেরেছিল কেকেআর। পর পর দুই ম্যাচে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে শাহরুখ খানের দল। আজ ইডেনে কী হবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের পরিস্থিতি দেখতে যাবেন শুভেন্দু

অশান্তি কবলিত এলাকা পরিদর্শনে আজ মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান, শমসেরগঞ্জ এবং সুতির বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখবেন। আক্রান্ত তথা স্থানীয়দের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। সকাল ১১টা ৪৫ মিনিটে ধুলিয়ান স্টেশনে শুভেন্দুর নামার কথা। ধুলিয়ান ও শমসেরগঞ্জের জাফরাবাদ, রানিপুর, বেতবোনা, লালপুর, রতনপুর শীতলা মন্দির-সহ বিভিন্ন এলাকায় তিনি যাবেন। তার পরে ধুলিয়ান স্টেশন থেকে ট্রেনে পৌঁছবেন নিমতিতা। সেখান থেকে বেরিয়ে সুতির কয়েকটি এলাকায় বিরোধী দলনেতার যাওয়ার কথা। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে অশান্তি হওয়ার পরে এটাই বিরোধী দলনেতার প্রথম মুর্শিদাবাদ সফর। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুভেন্দু সেখানে যাচ্ছেন। এর আগে মালদহের মোথাবাড়িতে অশান্তির পরে সেখানেও শুভেন্দু পৌঁছেছিলেন হাইকোর্টের অনুমতি নিয়েই।

সুপার কাপে মোহনবাগান, বিপক্ষে কেরালা ব্লাস্টার্স

সুপার কাপে আজ নামছে মোহনবাগান। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে সবুজ-মেরুন। তাদের খেলতে হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কলকাতার ভরসা তারাই। কারণ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল ও মহমেডান। আজ খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভ্যাটিকানে পোপের শেষকৃত্য, থাকবেন নানা দেশের প্রতিনিধিরা

আজ প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হবে ভ্যাটিকান সিটিতে। গত সোমবার ভ্যাটিকানে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রয়াত পোপকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আজ উপস্থিত থাকছেন ভ্যাটিকানে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার কথা পোপের শেষকৃত্যে। ভারতের হয়ে থাকার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে স্থানীয় সময় সকাল ১০টায় (ভারতীয় সময়ে দুপুর দেড়টায়) পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হওয়ার কথা।

কোপা দেল রে-র ফাইনাল, লড়াই বার্সেলোনা, রিয়ালের

আজ কোপা দেল রে-র ফাইনাল। দেখা যাবে ‘এল ক্লাসিকো’। মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। খেলা রাত ১:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। লিগ জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে বার্সা। তারা রিয়ালের থেকে ৪ পয়েন্টে এগিয়ে। দুই দলের হাতেই পাঁচটি করে ম্যাচ। কোপা দেল রে কারা জিতবে?

News of the Day Pahalgam Terror Attack IPL Match Murshidabad Unrest Suvendu Adhikari Super cup Vatican City Pope Francis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy