Advertisement
E-Paper

সংঘর্ষ থামবে? কোন পথে ইজ়রায়েল। পুতিনকে কি চাপে রাখছেন ট্রাম্প। ভারী বৃষ্টি কবে থেকে। আর কী কী

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ৭০ দিনের যুদ্ধবিরতির বদলে হামাস গোষ্ঠীকে ১০ জন জীবিত ইজ়রায়েলি বন্দিকে মুক্তি দিতে হবে। ইজ়রায়েলও নির্দিষ্ট সংখ্যক প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাজ়ায় যুদ্ধবিরতির আমেরিকার প্রস্তাবে রাজি হামাস, সংঘর্ষ কি থামবে? কোন পথে ইজ়রায়েল

আমেরিকার তরফে গাজ়ায় যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে রাজি হয়েছে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন প্রস্তাবে আপাতত ৭০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে হামাসকে। একইসঙ্গে ১০ জন বন্দির মুক্তির শর্তও দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ৭০ দিনের যুদ্ধবিরতির বদলে হামাস গোষ্ঠীকে ১০ জন জীবিত ইজ়রায়েলি বন্দিকে মুক্তি দিতে হবে। পাশাপাশি, ইজ়রায়েলও একটি নির্দিষ্ট সংখ্যক প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেবে। ইজ়রায়েল এই যুদ্ধবিরতিতে সম্মত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা রয়টার্স ইজ়রায়েলি এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়ার কোনও ভাবনা নেই তাঁদের। এই অবস্থায় ইজ়রায়েল-হামাস সংঘর্ষে গাজ়ার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

ইউক্রেনে ধারাবাহিক রুশ হানা, পুতিনকে কি চাপে রাখছেন ট্রাম্প

ইউক্রেনের উপর ধারাবাহিক ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের উপর আছড়ে পড়ছে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। বাদ পড়ছে না ইউক্রেনের রাজধানী কিভও। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনের উপর ৩৫৫টি ড্রোন এবং ৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধে এটিই ইউক্রেনের উপর সবচেয়ে বড় হামলা। এই পরিস্থিতিতে রাশিয়াকে সতর্ক করেছে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পুতিন যদি পুরো ইউক্রেন পেতে চান, তবে তা রাশিয়ার ‘পতনের’ কারণ হবে। এই আবহে রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তিন দিনের মধ্যে রাজ‍্যে ঢুকতে পারে বর্ষা! ভারী বৃষ্টি কবে থেকে

আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ‍্যে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর। এর জেরে আপাতত সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। আজ থেকে সপ্তাহের প্রায় প্রতি দিনই দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল থেকে দুর্যোগের প্রকোপ বাড়বে। কাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। আজ উত্তরবঙ্গের জন্য আলাদা করে সতর্কতা জারি না হলেও কমবেশি বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলিও। পাশাপাশি, আজই বঙ্গোপসাগরে দানা বাধতে পারে নিম্নচাপ। এর জেরে আপাতত কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে। সেই মতো সুন্দরবনের উপকূল জুড়ে আসন্ন দুর্যোগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন।

আইপিএলে প্রথম দুইয়ে থাকার লড়াইয়ে নামছে কোহলির বেঙ্গালুরু

আইপিএলে আজ শেষ হচ্ছে লিগ পর্বের ম্যাচ। মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুয়ের মধ্যে বিরাট কোহলির বেঙ্গালুরু থাকতে পারবে কি না তা নির্ভর করবে এই ম্যাচের উপর। ঋষভ পন্থের লখনউ আগের ম্যাচে শক্তিশালী গুজরাত টাইটান্সকে হারিয়ে দিয়েছে। তারা কি কোহলিদেরও হারিয়ে দেবে? লখনউয়ের মাঠে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ফরাসি ওপেনে অভিযান শুরু করছেন জোকোভিচ, গফ

আজ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেনের তৃতীয় দিনের খেলা। আজ অভিযান শুরু করছেন নোভাক জোকোভিচ। তিনি ষষ্ঠ বাছাই। এ ছাড়াও প্রথম রাউন্ডে খেলবেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ, পঞ্চম বাছাই জ্যাক ড্রেপার, আন্দ্রে রুবলেভ (১৭), দানিল মেডভেডেভ (১১)। মহিলাদের সিঙ্গলসে আজ নামছেন দ্বিতীয় বাছাই কোকো গফ। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Israel Hamas Conflict Russia Ukraine War Donald Trump Alipore Weather Office IPL Match French Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy