অবশেষে জল্পনাই সত্যি হল। সকালের কথা মতো সন্ধ্যায় ‘বড় ঘোষণা’করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, শনিবার সিরিয়ায় নিহত হয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের প্রধান আবু বকর আল বাগদাদি। ভারতীয় সময় রবিবার সকালে মার্কিন প্রেসিডেন্টের যে টুইট ঘিরে গোটা দুনিয়া জুড়ে শোরগোল দেখা দেয়, কয়েক ঘণ্টা পরে সেই ঘোষণাই করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘‘উত্তর-পশ্চিম সিরিয়ায় বাহিনীর রাত্রিকালীন অভিযানের সময় কুকুরের মতো মৃত্যু হয়েছে বাগদাদির।’’ আইএস প্রধানের সঙ্গে বহু জঙ্গির মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। কীভাবে মৃত্যু হয় বাগদাদির? তাও বিস্তারিত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘‘ছুটতে ছুটতে একটি সুড়ঙ্গে ঢুকে পড়েছিল বাগদাদি। গোটা রাস্তাটা সে গোঙাচ্ছিল, কাঁদছিল এবং চেঁচাচ্ছিল।’’ মার্কিন বাহিনীর জেরে বাগদাদি যে কোণঠাসা হয়ে পড়েছিল তা জানিয়েছেন ট্রাম্প। এর পর সে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে ও তার তিন সন্তানকে উড়িয়ে দেয় বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় সকলের দেহ।
কীভাবে শুরু হয়েছিল মার্কিন বাহিনীর অভিযান? তাও বর্ণনা করেছেন ট্রাম্প। ঘণ্টাখানেক হেলিকপ্টারে যাওয়ার পর খোঁজ মিলেছিল আইএস প্রধানের। আইএস প্রধানকে খতম করার মতো অপারেশনে রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও কুর্দদের সাহায্যের কথাও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিড়েন্ট। বলেন, ‘‘রাতে স্পেশাল ফোর্স উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি বিপজ্জনক অভিযান চালিয়েছে। গৌরবের সঙ্গে সেই অভিযান শেষও হয়েছে।’’ তবে ঠিক কোথায় যে অভিযান চালানো হয়েছিল তা নির্দিষ্ট করে জানানো হয়নি।