Advertisement
E-Paper

উপসাগরীয় অঞ্চলে অশান্তির মেঘ! ইজ়রায়েলের আকাশ ও সমুদ্রসীমা বন্ধ করে দিল নেটো সদস্য তুরস্ক

ইজ়রায়েলের জন্য আকাশ ও সমুদ্রসীমা বন্ধের দিনেই তাৎপর্যপূর্ণ ভাবে প্রায় ১৩ বছর পরে সিরিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ উন্মুক্ত করার কথা ঘোষণা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৫:০০
Turkey closes airspace for Israel, bans ships from ports but opens road connectivity with Syria

(বাঁদিকে) বেঞ্জামিন নেতানিয়াহু এবং রিচেপ তায়িপ এর্ডোগান (ডানদিকে)। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ায় হামলা চালিয়ে যাওয়ায় এ বার ইজ়রায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করল তুরস্ক। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মুসলিম সদস্যরাষ্ট্রটির তরফে শনিবার ইজ়রায়েলের জন্য আকাশ ও সমুদ্রসীমা বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, তাৎপর্যপূর্ণ ভাবে ১৩ বছর পরে সিরিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ উন্মুক্ত করার কথা ঘোষণা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সরকার।

তুরস্কের পার্লামেন্টে শুক্রবার সে দেশের বিদেশমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গাজ়ায় ধারাবাহিক হামলার জেরে ইজ়রায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে। তিনি বলেন, ‘‘ইজ়রায়েলের জাহাজের জন্য আমাদের বন্দর ও সমুদ্রপথ বন্ধ করা হয়েছে। ইজরায়েলের বিমানের জন্য নিষিদ্ধ হয়েছে আমাদের আকাশসীমা।’’ সেই সঙ্গে প্রেসিডেন্ট এর্ডোগানের মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের উল্লেখ করে তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে গত দু’বছর ধরে গাজ়ায় ইজ়রায়েল যে গণহত্যা চালিয়ে আসছে, তুরস্ক তার প্রতিবাদে এ বার পদক্ষেপ করবে।’’

পাশাপাশি, সিরিয়ার সঙ্গে এক যুগেরও বেশি সময় পরে সড়ক যোগাযোগ উন্মুক্ত করার কথা ঘোষণা করেন হাকান। গত ডিসেম্বরে বিদ্রোহী সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনীর হামলায় সিরিয়ায় শিয়া শাসক বাশার আল-আসাদের সরকারের পতন ঘটেছিল। সেই ‘অভ্যুত্থানে’ বিদ্রোহীদের সহায়তা করেছেন সুন্নি রাষ্ট্র তুরস্ক আশাদের জমানাতেই সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল আঙ্কারা। ক্ষমতার পালাবদলের পরে এর্ডোগান সরকারের তৎপরতাতেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল আমেরিকা। কিন্তু ইজ়রায়েল গত আট মাসে সিরিয়ার গোলান উপত্যকা লাগোয়া বিস্তীর্ণ এলাকা দখল করেছে বলে অভিযোগ।

Turkey israel Syria West Asia Israel vs Gulf Countries Gulf crisis gaza Israel-Hamas Conflict Gaza war
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy