বিতর্কিত একটি বিলের প্রতিবাদে রাজধানী কিভ-সহ বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বিরুদ্ধে পথে নামলেন ইউক্রেনবাসী। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পরে গত তিন বছরে এই প্রথম দেশের অভ্যন্তরে এমন সরকার-বিরোধী মিছিল দেখা গেল। গত কালই পার্লামেন্টে বিলটি পাশ করান জ়েলেনস্কি। তার পরেই দেশ জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ জ়েলেনস্কি ঘোষণা করেন, শীঘ্রই নতুন পরিকল্পনা আনতে চলেছেন তিনি।
বিরোধীদের দাবি, এই নতুন বিল চালু হলে দুর্নীতি-দমন সংস্থাগুলির হাত থেকে ক্ষমতা কেড়ে তা প্রশাসনের হাতে দেওয়া হবে। ফলে প্রশাসনিক কর্তাদের মধ্যে দুর্নীতি আরও বাড়বে। এক বিক্ষোভকারী তরুণীর দাবি, ‘‘প্রেসিডেন্টের সবচেয়ে বড় বোকামি এই বিল। বিলের মাধ্যমে নিজের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বাঁচানোর চেষ্টা করছেন জ়েলেনস্কি। এই আইন জারি হলে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ায় যে চেষ্টা চালাচ্ছে, তা দূর অস্ত্ হয়ে যাবে।’’ এক সময়ে পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ইউক্রেনের বদনাম ছিল। ইউরোপীয় ইউনিয়ন শর্ত দিয়েছিল, তাদের সঙ্গে যোগ দিতে হলে ইউক্রেনকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। জ়েলেনস্কি-বিরোধীদের আশঙ্কা, নতুন বিলে সেই সুযোগ হারাবেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)