Advertisement
E-Paper

সিরিয়া নিয়ে সরব রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের মার্কিন দূত নিকি হ্যালিও বলেছেন, ‘‘নৃশংস আসাদ রাজত্ব।’’ কিন্তু সিরিয়ার পাশে রাশিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। মস্কো জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বৈঠকে তারা সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে রাজি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৫
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পূর্ব গুটাকে ‘পৃথিবীর বুকে নরক’ বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেজ।

সিরিয়ার একমাত্র পূর্ব গুটাই এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে। রুশ বাহিনীর সাহায্যে সিরিয়ার বাশার আল আসাদের সরকার টানা বিমান হানা চালিয়ে যাচ্ছে ওই এলাকায়। গত রবিবার থেকে রাজধানী দামাস্কাসের অদূরে ঘুটাতে ক্রমাগত বিমানহানা চালাচ্ছে সিরীয় বাহিনী। বোমার আঘাত থেকে রেহাই পায়নি স্কুল, দোকানবাজার, বাড়ি কিছুই। রাষ্ট্রপুঞ্জের হিসেবে নিহত হয়েছেন ৩৪৬ জন। তার মধ্যে রয়েছে ৬০টি শিশু। গুতেরেজ আজ বলেন, ‘‘আর সময় নেই। আমাদের চোখের সামনে যা ঘটছে, তাকে আটকাতেই হবে। এমন ভয়ানক পরিস্থিতি চলতে দেওয়া যেতে পারে না।’’ রাষ্ট্রপুঞ্জের মার্কিন দূত নিকি হ্যালিও বলেছেন, ‘‘নৃশংস আসাদ রাজত্ব।’’ কিন্তু সিরিয়ার পাশে রাশিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। মস্কো জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বৈঠকে তারা সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে রাজি।

গুটার বাসিন্দারা এ সব শুনতে নারাজ। তাঁদের কথায়, ‘‘প্রতি মিনিটে বোধহয় ১০ থেকে ২০ বার বিমান হানা হচ্ছে। বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। আন্তর্জাতিক সংগঠনগুলো কোথায়? রাষ্ট্রপুঞ্জ কোথায়? ...সবাই আমাদের একলা ফেলে রেখেছে শুধু মরে যাওয়ার অপেক্ষায়।’’

Hell on earth United Nations Syria Antonio Guterre Nikki Haley আন্তোনিও গুতেরেজ নিকি হ্যালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy