Advertisement
E-Paper

ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে যাচ্ছে পাকিস্তান, দুই দেশের সম্পর্কের অবনতি নিয়ে বৈঠকে বসছে উদ্বিগ্ন নিরাপত্তা পরিষদ

পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। ইসলামাবাদ ভারতের ‘আগ্রাসন এবং প্ররোচনা’র বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নালিশ জানানোর কথা ভাবলেও এখনও পাল্টা কিছু পদক্ষেপ করেনি নয়াদিল্লি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১০:০০
ভারত-পাক সম্পর্কের অবনতি নিয়ে বৈঠকে বসছে উদ্বিগ্ন নিরাপত্তা পরিষদ।

ভারত-পাক সম্পর্কের অবনতি নিয়ে বৈঠকে বসছে উদ্বিগ্ন নিরাপত্তা পরিষদ। —ফাইল চিত্র।

পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে নেমেছে। পুরোদস্তুর যুদ্ধ শুরু না হলেও দুই দেশের শীর্ষ পদাধিকারীরা মাঝেমধ্যেই একে অপরের বিরুদ্ধে তাল ঠুকছেন। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, তা প্রশমিত করতে চাইছে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ নীতিনির্ধারক গোষ্ঠী নিরাপত্তা পরিষদ। সোমবার ভারত-পাক সম্পর্কের ক্রমাবনতি নিয়ে আলোচনা হতে চলেছে রাষ্ট্রপুঞ্জে।

ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে দ্রুত নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী ইশক দার। ঘটনাচক্রে, তার পরেই বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদের বৈঠকে কেবল মে মাসের জন্য সভাপতিত্ব করবেন গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভানগেলোস সেকেরিস। সম্প্রতি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমরা এই ঘটনার জন্য ভারত সরকার এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানাই।” একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের মতো দু’টি বড় দেশের মধ্যে উত্তেজক পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগপ্রকাশ করেন তিনি। তবে সেকেরিস বলেন, “ভারত পাকিস্তানের চেয়ে অনেক বড়।”

পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। ইসলামাবাদ ভারতের ‘আগ্রাসন এবং প্ররোচনা’র বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নালিশ জানানোর কথা ভাবলেও এখনও পাল্টা কিছু পদক্ষেপ করেনি নয়াদিল্লি। তবে পাকিস্তান যে সে দেশে সন্ত্রাসবাদকে সহায়তা দিচ্ছে, ঠারেঠোরে বার বার তা বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করেছে ভারত। সম্প্রতি পহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে ফোন করেছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানানোয় সমাজমাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছিলেন জয়শঙ্কর। অন্য দিকে, ভারতের হামলায় পাক-যোগ সম্পর্কিত অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে গুতেরেসের কাছে নয়াদিল্লির নামে নালিশ ঠোকেন শাহবাজ়।

টানা ১১ দিন ধরে জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান। রবিবার রাতেও পাকিস্তানের দিক থেকে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পাল্টা গুলির জবাব দিয়েছে ভারতও।

UN Security Council Pahalgam Terror Attack Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy