Advertisement
২৭ মার্চ ২০২৩
usa

যুদ্ধের আগুনে বিধ্বস্ত, ‘ক্যাপিটল’-এই সমাধি দেওয়ার কথা ছিল আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ওয়াশিংটনকে

ক্যাপিটল-এর একতলায় একটি অংশকে বলা হল ‘ক্রিপ্ট’। নির্মাণের গোড়ায় ঠিক হয়েছিল এখানে সমাধিস্থ করা হবে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে। কিন্তু পরে জর্জ ওয়াশিংটনের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তাঁকে সমাধিস্থ করা হয় মাউন্ট ভার্ননে। এখন ক্রিপ্ট মূলত প্রদর্শনী কক্ষ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৪:৩৫
Share: Save:
০১ ১৪
ট্রাম্প সমর্থকদের হামলার জেরে অগ্নিগর্ভ ক্যাপিটল বিল্ডিং এখন সংবাদ শিরোনামে। অন্যান্য সময়ে সাধারণত হোয়াইট হাউসের খ্যাতির আড়ালে বিশ্ব-রাজনীতিতে ঢাকা পড়ে থাকে এই সাদা বাড়িটির পরিচয়। কিন্তু এই ভবনটির ঐতিহাসিক গুরুত্বও কিছু কম নয়।

ট্রাম্প সমর্থকদের হামলার জেরে অগ্নিগর্ভ ক্যাপিটল বিল্ডিং এখন সংবাদ শিরোনামে। অন্যান্য সময়ে সাধারণত হোয়াইট হাউসের খ্যাতির আড়ালে বিশ্ব-রাজনীতিতে ঢাকা পড়ে থাকে এই সাদা বাড়িটির পরিচয়। কিন্তু এই ভবনটির ঐতিহাসিক গুরুত্বও কিছু কম নয়।

০২ ১৪
ওয়াশিংটনে ১০০ কনস্টিটিউশন অ্যাভিনিউ ঠিকানায় ক্যাপিটল বিল্ডিং হল আমেরিকান কংগ্রেসের বৈঠকের জায়গা। এর দুধসাদা গম্বুজ আমেরিকার গণতন্ত্রের প্রতীক। ক্যাপিটল পাহাড় থেকেই এই স্থাপত্যের নামকরণ। তবে অষ্টাদশ শতকের প্রথমে এই পাহাড়ের নাম ছিল ‘জেনকিন্স’। পরে নাম পরিবর্তিত হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে এর মাথায় তৈরি হতে শুরু করে আজকের ক্যাপিটল বিল্ডিং।

ওয়াশিংটনে ১০০ কনস্টিটিউশন অ্যাভিনিউ ঠিকানায় ক্যাপিটল বিল্ডিং হল আমেরিকান কংগ্রেসের বৈঠকের জায়গা। এর দুধসাদা গম্বুজ আমেরিকার গণতন্ত্রের প্রতীক। ক্যাপিটল পাহাড় থেকেই এই স্থাপত্যের নামকরণ। তবে অষ্টাদশ শতকের প্রথমে এই পাহাড়ের নাম ছিল ‘জেনকিন্স’। পরে নাম পরিবর্তিত হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে এর মাথায় তৈরি হতে শুরু করে আজকের ক্যাপিটল বিল্ডিং।

০৩ ১৪
ফরাসি স্থপতি পিয়্যের চার্লস লেফঁ দায়িত্ব পেয়েছিলেন আমেরিকার রাজধানী ওয়াশিংটনকে সাজিয়ে তোলার। তিনিই ছিলেন ‘ক্যাপিটল বিল্ডিং’ নির্মাণের দায়িত্বে। তিনিই জেনকিন্স হিল-কে বেছে নেন ‘ইউ এস কংগ্রেস হাউস’ তৈরি করার জন্য। হোয়াইট হাউস এবং পোটোম্যাক নদীর কাছেই এই স্থাপত্যের নাম ‘ক্যাপিটল’ রাখার প্রস্তাব দেন আমেরিকার রাজনীতিক, কূটনীতিক, স্থপতি তথা দার্শনিক থমাস জেফারসন।

ফরাসি স্থপতি পিয়্যের চার্লস লেফঁ দায়িত্ব পেয়েছিলেন আমেরিকার রাজধানী ওয়াশিংটনকে সাজিয়ে তোলার। তিনিই ছিলেন ‘ক্যাপিটল বিল্ডিং’ নির্মাণের দায়িত্বে। তিনিই জেনকিন্স হিল-কে বেছে নেন ‘ইউ এস কংগ্রেস হাউস’ তৈরি করার জন্য। হোয়াইট হাউস এবং পোটোম্যাক নদীর কাছেই এই স্থাপত্যের নাম ‘ক্যাপিটল’ রাখার প্রস্তাব দেন আমেরিকার রাজনীতিক, কূটনীতিক, স্থপতি তথা দার্শনিক থমাস জেফারসন।

০৪ ১৪
‘ক্যাপিটল’ শব্দের মূল উৎস প্রাচীন ল্যাটিন ভাষা। ৭ পাহাড়ের শহর বলে বিখ্যাত রোমের একটি পাহাড় হল ‘কাপিতোলিন’। তার উপরেই খ্রিস্টের জন্মের ৫০৯ বছর আগে তৈরি হয়েছিল প্রাচীন রোমান দেবতা জুপিটারের মন্দির। রোমের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাসনালয়ের চারপাশের এলাকাকে বলা হত ‘এরিয়া কাপিতোলিনা’। সেখান থেকেই ইংরেজি শব্দভাণ্ডারে ঢুকে পড়েছে ‘ক্যাপিটল’।

‘ক্যাপিটল’ শব্দের মূল উৎস প্রাচীন ল্যাটিন ভাষা। ৭ পাহাড়ের শহর বলে বিখ্যাত রোমের একটি পাহাড় হল ‘কাপিতোলিন’। তার উপরেই খ্রিস্টের জন্মের ৫০৯ বছর আগে তৈরি হয়েছিল প্রাচীন রোমান দেবতা জুপিটারের মন্দির। রোমের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাসনালয়ের চারপাশের এলাকাকে বলা হত ‘এরিয়া কাপিতোলিনা’। সেখান থেকেই ইংরেজি শব্দভাণ্ডারে ঢুকে পড়েছে ‘ক্যাপিটল’।

০৫ ১৪
ক্যাপিটল বিল্ডিংয়ের কাজ কিন্তু শেষ অবধি পিয়্যের লেফঁ-র নকশায় তৈরি হয়নি। ১৭৯২ খ্রিস্টাব্দে জর্জ ওয়াশিংটনের সঙ্গে মতানৈক্যের জেরে লেফঁ অপসারিত হন। এর পর ক্যাপিটল বিল্ডিং নির্মাণের জন্য স্থপতিদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বাকিদের টেক্কা দিয়ে জয়ী হয় নবীন স্থপতি উইলিয়াম থর্নটনের নকশা। তাঁর নকশাও ছিল ফরাসি স্থাপত্য ঘরানায় অনুপ্রাণিত।

ক্যাপিটল বিল্ডিংয়ের কাজ কিন্তু শেষ অবধি পিয়্যের লেফঁ-র নকশায় তৈরি হয়নি। ১৭৯২ খ্রিস্টাব্দে জর্জ ওয়াশিংটনের সঙ্গে মতানৈক্যের জেরে লেফঁ অপসারিত হন। এর পর ক্যাপিটল বিল্ডিং নির্মাণের জন্য স্থপতিদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বাকিদের টেক্কা দিয়ে জয়ী হয় নবীন স্থপতি উইলিয়াম থর্নটনের নকশা। তাঁর নকশাও ছিল ফরাসি স্থাপত্য ঘরানায় অনুপ্রাণিত।

০৬ ১৪
থর্নটনই ছিলেন ক্যাপিটলের মূল স্থপতি। এছাড়া আরও অনেক স্থপতির পরামর্শ এপং নকশা গ্রহণ করা হয়েছে। আমেরিকার স্থপতি এডওয়ার্ড ক্লার্ক ছিলেন পুরো নির্মাণের দেখভাল করার দায়িত্বে। ১৭৯৩ খ্রিস্টাব্দে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জর্জ ওয়াশিংটন। ১৮০০ খ্রিস্টাব্দে মূল ভবনের নির্মাণ শেষ হয়েছিল। প্রথমে কয়েক দশক প্রতি রবিবার এই ভবনে সাপ্তাহিক উপাসনাও হত।

থর্নটনই ছিলেন ক্যাপিটলের মূল স্থপতি। এছাড়া আরও অনেক স্থপতির পরামর্শ এপং নকশা গ্রহণ করা হয়েছে। আমেরিকার স্থপতি এডওয়ার্ড ক্লার্ক ছিলেন পুরো নির্মাণের দেখভাল করার দায়িত্বে। ১৭৯৩ খ্রিস্টাব্দে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জর্জ ওয়াশিংটন। ১৮০০ খ্রিস্টাব্দে মূল ভবনের নির্মাণ শেষ হয়েছিল। প্রথমে কয়েক দশক প্রতি রবিবার এই ভবনে সাপ্তাহিক উপাসনাও হত।

০৭ ১৪
১৮৯৯ খ্রিস্টাব্দে একটি আইন পাশ হয়েছিল। যেখানে বলা হয়েছিল ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় কোনও নির্মাণের উচ্চতা ক্যাপিটল বিল্ডিংয়ের থেকে বেশি হতে পারবে না। পরে ১৯১০ খ্রিস্টাব্দে এই আইন খারিজ হয়ে যায়। এখন ২৮৯ ফুট উচ্চতার এই স্থাপত্য হল ওয়াশিংটন ডিসি-র পঞ্চম উচ্চতম ভবন। এর থেকে বেশি উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশিংটন মনুমেন্ট, দ্য ব্যাসিলিকা, দ্য ওল্ড পোস্ট অফিস এবং ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রাল।

১৮৯৯ খ্রিস্টাব্দে একটি আইন পাশ হয়েছিল। যেখানে বলা হয়েছিল ওয়াশিংটন ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় কোনও নির্মাণের উচ্চতা ক্যাপিটল বিল্ডিংয়ের থেকে বেশি হতে পারবে না। পরে ১৯১০ খ্রিস্টাব্দে এই আইন খারিজ হয়ে যায়। এখন ২৮৯ ফুট উচ্চতার এই স্থাপত্য হল ওয়াশিংটন ডিসি-র পঞ্চম উচ্চতম ভবন। এর থেকে বেশি উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশিংটন মনুমেন্ট, দ্য ব্যাসিলিকা, দ্য ওল্ড পোস্ট অফিস এবং ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রাল।

০৮ ১৪
আমেরিকার গর্বের এই স্থাপত্যের উপরেও পড়েছে যুদ্ধের প্রভাব। ১৮১২ খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়েছিল ব্রিটেন এবং আমেরিকার মধ্যে। যুদ্ধের জেরে ১৮১৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনীর হাতে অগ্নিদগ্ধ হয় ক্যাপিটলের বেশ কিছুটা অংশ। ক্ষতির পরিমাণ আরও বাড়ত, যদি না অগ্নিকাণ্ডের মধ্যে ঝড় শুরু হত। ঝড়ের ফলে আগুন বশে আনতে সুবিধে হয়েছিল। ১৮১৫ থেকে শুরু করে ৪ বছরের মধ্যে আবার নতুন করে তৈরি করা হয় ঐতিহ্যবাহী এই স্থাপত্য।

আমেরিকার গর্বের এই স্থাপত্যের উপরেও পড়েছে যুদ্ধের প্রভাব। ১৮১২ খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়েছিল ব্রিটেন এবং আমেরিকার মধ্যে। যুদ্ধের জেরে ১৮১৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনীর হাতে অগ্নিদগ্ধ হয় ক্যাপিটলের বেশ কিছুটা অংশ। ক্ষতির পরিমাণ আরও বাড়ত, যদি না অগ্নিকাণ্ডের মধ্যে ঝড় শুরু হত। ঝড়ের ফলে আগুন বশে আনতে সুবিধে হয়েছিল। ১৮১৫ থেকে শুরু করে ৪ বছরের মধ্যে আবার নতুন করে তৈরি করা হয় ঐতিহ্যবাহী এই স্থাপত্য।

০৯ ১৪
১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে শুরু করে এখনও অবধি মোট ১১ জন এই ভবনের মূল স্থপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে এই পদে আছেন স্টিফেন টি আইয়ারস। বর্তমানে যে গম্বুজটি এর উপরে দেখা যায়, সেটি অগ্নিকাণ্ডের পরে তৈরি করতে সময় লেগেছিল ১১ বছর।

১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে শুরু করে এখনও অবধি মোট ১১ জন এই ভবনের মূল স্থপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে এই পদে আছেন স্টিফেন টি আইয়ারস। বর্তমানে যে গম্বুজটি এর উপরে দেখা যায়, সেটি অগ্নিকাণ্ডের পরে তৈরি করতে সময় লেগেছিল ১১ বছর।

১০ ১৪
ক্যাপিটল-এর একতলায় একটি অংশকে বলা হল ‘ক্রিপ্ট’। নির্মাণের গোড়ায় ঠিক হয়েছিল এখানে সমাধিস্থ করা হবে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে। কিন্তু পরে জর্জ ওয়াশিংটনের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তাঁকে সমাধিস্থ করা হয় মাউন্ট ভার্ননে। এখন ক্রিপ্ট মূলত প্রদর্শনী কক্ষ।

ক্যাপিটল-এর একতলায় একটি অংশকে বলা হল ‘ক্রিপ্ট’। নির্মাণের গোড়ায় ঠিক হয়েছিল এখানে সমাধিস্থ করা হবে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে। কিন্তু পরে জর্জ ওয়াশিংটনের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তাঁকে সমাধিস্থ করা হয় মাউন্ট ভার্ননে। এখন ক্রিপ্ট মূলত প্রদর্শনী কক্ষ।

১১ ১৪
আমেরিকা-ব্রিটেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ৫ বছর ধরে নতুন করে তৈরি করা হয় ক্যাপিটল-কে। সে সময় ইউ এস কংগ্রেসের বৈঠক বসত ‘ওল্ড ব্রিক ক্যাপিটল’ ভবনে। মূল ক্যাপিটল ভবন সারাইয়ের পরে ‘ওল্ড ব্রিক ক্যাপিটল’ ব্যবহৃত হত নানা কাজে। সে সময় এর কিছু অংশ ব্যবহৃত হত বন্দিশালা হিসেবেও। যুদ্ধবন্দি, গুপ্তচর, শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত সেনা মতো স্পর্শকাতর অভিযুক্ত এবং দোষীদের জায়গা হত এই কারাগারে। পরে ১৯৩২ সালে সুপ্রিম কোর্ট তৈরির সময় বিলুপ্ত হয়ে যায় ‘ওল্ড ব্রিক ক্যাপিটল’-এর অস্তিত্ব।

আমেরিকা-ব্রিটেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ৫ বছর ধরে নতুন করে তৈরি করা হয় ক্যাপিটল-কে। সে সময় ইউ এস কংগ্রেসের বৈঠক বসত ‘ওল্ড ব্রিক ক্যাপিটল’ ভবনে। মূল ক্যাপিটল ভবন সারাইয়ের পরে ‘ওল্ড ব্রিক ক্যাপিটল’ ব্যবহৃত হত নানা কাজে। সে সময় এর কিছু অংশ ব্যবহৃত হত বন্দিশালা হিসেবেও। যুদ্ধবন্দি, গুপ্তচর, শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত সেনা মতো স্পর্শকাতর অভিযুক্ত এবং দোষীদের জায়গা হত এই কারাগারে। পরে ১৯৩২ সালে সুপ্রিম কোর্ট তৈরির সময় বিলুপ্ত হয়ে যায় ‘ওল্ড ব্রিক ক্যাপিটল’-এর অস্তিত্ব।

১২ ১৪
অতিমারি কাটিয়ে নতুন বছরের শুরুতেই আমেরিকার ঐতিহাসিক ক্যাপিটল বিল্ডিং রণক্ষেত্রের চেহারা নিল। বুধবার, কয়েক হাজার ট্রাম্প সমর্থক স্লোগান তুলে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে।বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢোকার চেষ্টা করতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা চত্বর।

অতিমারি কাটিয়ে নতুন বছরের শুরুতেই আমেরিকার ঐতিহাসিক ক্যাপিটল বিল্ডিং রণক্ষেত্রের চেহারা নিল। বুধবার, কয়েক হাজার ট্রাম্প সমর্থক স্লোগান তুলে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে।বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢোকার চেষ্টা করতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা চত্বর।

১৩ ১৪
পুলিশ সূত্রের খবর, ক্যাপিটল বিল্ডিংয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের বৈঠক চলছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের চূড়ান্ত সিলমোহরের বিষয়টি নিয়ে। তখনই কয়েক হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল বিল্ডিং ঘিরে ফেলে। জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে। এই ঘটনার পরই পোটোম্যাক নদীর কাছে গোটা ক্যাপিটল বিল্ডিং চত্বর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ক্যাপিটল বিল্ডিংয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের বৈঠক চলছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের চূড়ান্ত সিলমোহরের বিষয়টি নিয়ে। তখনই কয়েক হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল বিল্ডিং ঘিরে ফেলে। জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে। এই ঘটনার পরই পোটোম্যাক নদীর কাছে গোটা ক্যাপিটল বিল্ডিং চত্বর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

১৪ ১৪
নজিরবিহীন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। গ্রেফতার অন্তত ৫০। ট্রাম্পভক্তদের এই আচরণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার পরে আমেরিকার গণতন্ত্রে কালো দিনগুলির তালিকায় আরও একটি দিন বাড়ল। এমনই দাবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

নজিরবিহীন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। গ্রেফতার অন্তত ৫০। ট্রাম্পভক্তদের এই আচরণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার পরে আমেরিকার গণতন্ত্রে কালো দিনগুলির তালিকায় আরও একটি দিন বাড়ল। এমনই দাবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.