যুদ্ধ! বাণিজ্যের।
শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার বেজিংয়ের দিকে শুল্ক-ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা ঘোষণা করেই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুমকি দিয়ে রেখেছে চিনও। স্পষ্ট জানিয়েছে, আঘাত এলে, চুপ করে বসে থাকবে না তারা। বরং সে ক্ষেত্রে পাল্টা দিতে তারা তৈরি।
এই তাল ঠোকাঠুকিতে কাঁপুনি ধরেছে সারা বিশ্বের শেয়ার বাজারে। ট্রাম্প এ দিন এই সংক্রান্ত স্মারকলিপি সই করার পরেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করে আমেরিকার শেয়ার বাজার। এমনটা ঘটতে পারে, শুধু এমন আঁচ করে নেমেছে ভারতের বাজারও। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এই ‘বিশ্বযুদ্ধে’ দু’পক্ষ ক্ষান্ত না দিলে, আরও রক্ত ঝরবে বিশ্বের বাজারে।