শোকসঙ্গীতে গলা মেলাতে অস্ফুট হাঁ করে, সঙ্গে দু’হাত একটুতেরচা করে কোমর দুলিয়ে, মঞ্চে দাঁড়িয়ে-দাঁড়িয়ে একটুখানি নেচে নিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আর তখন তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে যাঁর স্মৃতিতে শোকসভা হচ্ছে তাঁর স্ত্রী! চোখে জল নিয়ে দেশের প্রেসিডেন্টের এমন ‘শোকপ্রকাশে’ তাঁর মুখে ফুটে উঠল বিহ্বল হাসি!
সম্প্রতি তরুণ কনজ়ারভেটিভ নেতা চার্লি কার্ক প্রকাশ্যেআততায়ীর গুলিতে খুন হয়েছেন। অ্যারিজ়োনায় তাঁর স্মরণসভা আয়োজিত হয়েছিল গতকাল। ট্রাম্প তাঁর বক্তৃতায় চার্লিকে মরণোত্তর ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার ঘোষণা করেন। চার্লির মৃত্যুর পরে তাঁর ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-র নেতৃত্বভার নিয়েছেন স্ত্রী এরিকা। ট্রাম্পের আগে মঞ্চে উঠে তিনি চার্লির খুনিকে ‘ক্ষমা করে দেওয়া’র কথা বলেন। বাইবেল উদ্ধৃত করে ব্যাখ্যাও করেন নিজের বক্তব্যের। উঠে দাঁড়িয়ে এরিকাকে অভিবাদন জানায়সমবেত জনতা।
ট্রাম্প তাঁর বক্তৃতায় ‘আমেরিকার মহান নায়ক’ এবং ‘শহিদ’ আখ্যা দেন চার্লিকে। গত বছরের নির্বাচনী জয়ের অন্যতম কারিগর বলেও উল্লেখ করেন। বলেন, চার্লি শত্রুরও ভাল চাইতেন। কিন্তু তিনি তেমন নন। দু’জনের মধ্যে সেখানটাতেই তফাত। ট্রাম্প বলেছেন, “আমি আমার প্রতিপক্ষকে ঘৃণা করি। ওদের ভাল চাই না।”
ওই স্মরণসভায় অনেক দিন পরে ট্রাম্পের সঙ্গে দেখা হয়েছে ধনকুবের ইলন মাস্কের। গত জুলাইয়েরগোড়ায় প্রেসিডেন্টের ‘ওয়ান বিগ, বিউটিফুল বিল’ ঘিরে দু’জনের সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল। চার্লির স্মরণসভায় ফের তাঁদের দেখা যায় হাত মেলাতে।
স্মরণসভায় উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স, বিদেশসচিব মার্কো রুবিয়ো, গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড প্রমুখ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)