নিজের ৬ বছর বয়সে ক’টা কাজ ঠিক মতো করতে পারতেন আপনি? অথচ জিয়াং হংকিকে দেখুন। চিনের বছর ছয়েকের এই শিশু এর মধ্যেই হেয়ার ড্রেসিংয়ের চোখ ধাঁধানো দক্ষতায় তাক লাগিয়ে দিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জিয়াং হংকির একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে জিয়াংকে দেখা যাচ্ছে অসাধারণ দক্ষতায় একজন মহিলার চুল কাটতে। মাত্র ৬ বছর বয়সেই রীতিমতো পাকা হেয়ার ড্রেসারের মতো মন দিয়ে নিজের কাজ করে চলেছে সে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে জিয়ানের এই ভিডিয়ো। নিজের কাজের প্রতি দায়বদ্ধতার জন্য জিয়াংকে কুর্নিশ জানাতেও ভোলেননি নেটিজেনরা।
কিন্তু মাত্র ৬ বছর বয়সে কী করে এমন দক্ষতা অর্জন করল জিয়াং? জানা যাচ্ছে পেশাগত ভাবে জিয়াংয়ের বাবা-মাও সেলুন কর্মী। তাই জন্ম থেকেই সেলুনের পরিবেশেই বড় হয়েছে সে। সেখান থেকেই এই অসাধারণ দক্ষতা অর্জন করতে পেরেছে জিয়াং। চুল স্ট্রেট বা ট্রিম করা অথবা ব্লো-আউট দেওয়া এখন তার কাছে নিতান্তই ‘বাঁ হাতের খেল’। দেখুন জিয়াংয়ের সেই ভিডিয়ো:
He's just six, but this Chinese boy is already a skilled hairdresser. pic.twitter.com/uL3nxnG4Fv
— SCMP News (@SCMPNews) January 18, 2019
আরও পড়ুন: ৮০ টাকায় আস্ত বাড়ি! কিনবেন নাকি?