Viral: 91 years old fashion lover granny Helen Ruth Elam dgtl
ফ্যাশনপ্রেমী এই দিদিমার বয়স জানলে চমকে যাবেন!
বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা আবারও প্রমাণ করে দিলেন ওই মহিলা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৮:০৮
ফ্যাশন প্রিয় বয়স্কা। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
চুল গিয়েছে পেকে। চামড়াও গিয়েছে ঝুলে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। তাই বলে ফ্যাশনে কোনও ঘাটতি পড়েনি। হরেক রঙের পোশাকে এখনও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন হেরেল রুথ এলাম নামের এক বয়স্ক মহিলা।
বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা তা আবারও প্রমাণ করে দিলেন ওই মহিলা। এই ফ্যাশনপ্রেমীর রয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেই প্রোফাইলের নাম ‘বাড্ডিউইকেল’। সেখানে ৩৮ লক্ষ ইউজার ফলো করেন তাঁকে। সেই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিয়মিত ছবি পোস্ট করেন হেলেন। রঙ বেরঙের ফ্যাশনেবল পোশাকে এই বয়স্কার প্রতিটি ছবি লাইক করেন লাখ খানেকের বেশি মানুষ।
সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের ট্যাগ লাইনে লিখেছেন, ‘স্টিলিং ইয়োর ম্যান সিন্স ১৯২৮’। অর্থাৎ ৯১ বছর বয়সেও তিনি রয়েছেন নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দেখুন হেলেন ফ্যাশনের কিছু নমুনা—