খালি হতে পশুপাখি এমন কি সাপ ধরার ছবি মাঝে মধ্যেই সামনে আসে। কিন্তু এবার যে ছবি সামনে এল তা দেখলে বিশ্বাসই হবে না। মনে হবে বাস্তবে এটা কী সম্ভব! সম্প্রতি খালি হাতে প্রায় ন’ ফুট লম্বা একটি কুমিরকে ধরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। সেই ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পল বিডার্ড নামে এক ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৬ অক্টোবর বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি সুইমিংপুলে দুই হাত দিয়ে মাথার উপর একটি কুমিরকে ধরে রেখেছেন। ওই পোস্টে দাবি করা হয়েছে, কুমিরটি নাকি সুইমিংপুলে নেমে পড়েছিল। সেখান থেকে আর বেরতে পারছিল না। ডাক পড়ে পলের।
পল লিখেছেন, কুমির ধরার উপায় হল জলে নেমে তার চারদিকে ঘুরে ঘুরে তাকেক্লান্ত করে দেওয়া যাতে সহজেই তার মুখে কোনও কিছু বেঁধে জল থেকে তুলে আনা যায়। আর অ্যালিগেটরটি যদি খুব শক্তিশালী এবং অক্লান্ত হয় তবে তাকে ততক্ষণ পর্যন্ত খেলাতে হবে যতক্ষণ না সে জল থেকে হাতে করে তুলে আনার মতো ক্লান্ত হয়ে হয়ে পড়ে।