Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Gun

জেলির বদলে কেচাপ! রেস্তোরাঁ কর্মীর দিকে বন্দুক নিয়ে তেড়ে গেলেন যুবতী

এই সময়ই নিজের বন্দুক উঁচিয়ে এশিয়া শাসাতে থাকেন রেস্তোরাঁর কর্মীদের।

বন্দুকের প্রতীকী চিত্র। ছবি- শাটারস্টক।

বন্দুকের প্রতীকী চিত্র। ছবি- শাটারস্টক।

সংবাদ সংস্থা
টেনেসে শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ১৮:৩১
Share: Save:

আমেরিকার টেনেসেতে ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁতে সম্প্রতি খেতে গিয়েছিলেন ২০ বছরের যুবতী এশিয়া ভেস্তের। সেখানে গিয়ে খাবারের অর্ডার দিয়েছিলেন তিনি। সেই খাবার জেলি দিয়ে বানাতে বলেছিলেন তিনি। কিন্তু সার্ভ করা হলে তিনি দেখেন, খাবারে জেলির পরিবর্তে দেওয়া হয়েছে কেচাপ। তা দেখেই তাঁর মাথা যায় বিগড়ে। রাগে তিনি তেড়ে যান রেস্তোরাঁ কর্মীর দিকে। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এই সময়ই নিজের বন্দুক উঁচিয়ে এশিয়া শাসাতে থাকেন রেস্তোরাঁর কর্মীদের।

রেস্তোরাঁ কর্মীকে শাসানোর অপরাধে ওই যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভুল খাবার পরিবেশন নিয়ে রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হচ্ছিল। তখনই বন্দুক নিয়ে শাসাতে থাকেন তিনি। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবতীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমেরিকার ওই প্রদেশে ২১ বছরের কম বয়সিদের অস্ত্র রাখা বেআইনি। সেখানে ভেস্তেরের বয়স ২০। সে জন্যই তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন: বরফ না জলের ধারা? ভিডিয়ো দেখে ধন্দে নেটদুনিয়া...

আরও পড়ুন: টিকটকের বিরুদ্ধে সরব আমেরিকার হিন্দু-মুসলিম সমকামী দম্পতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Bizarre Gun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE