এই পরিচয়পত্র দিয়ে গাঁজা কেনার চেষ্টা হয়। ছবি : টুইটার থেকে নেওয়া।
ইন্টারনেটে গাঁজা কিনছেন থর! হ্যাঁ ওডিনের ছেলে থর, তিনিই সচিত্র পরিচয়পত্র দিয়ে ইন্টারনেট থেকে গাঁজা কেনার চেষ্টা করেছেন। এমনই এক টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কানাডায় যদিও গাঁজা কেনা বেআইনি নয়। কিন্তু ইন্টারনেট থেকে গাঁজা কেনার জন্য যে পরিচয়পত্র দেওয়া হয়েছিল তাতে মার্ভেলের সুপার হিরো চরিত্র থরের নাম ব্যবহার হয়েছে। শুধু তাই নয় থরের চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়ার্থের ছবিও ব্যবহার করা হয়েছে।
এখানেই শেষ নয়, থরের জন্ম তারিখ লেখা হয়েছে ২২ মে ১৯৭০। আর ঠিকানা লেখা হয়েছে, ৬৯ বিগ হ্যামার লেন। অবাক করার আরও বিষয় রয়েছে, যে লাইসেন্সের ছবি ব্যবহার করা হয়েছে সেটির মেয়াদ ২০১৭ সালের ২২ মে-তেই শেষ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন : মাত্র ৯ টাকা হাতিয়ে ১৫ লক্ষ টাকা জরিমানার মুখে বাস কন্ডাক্টর!
আরও পড়ুন : পাকিস্তান ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ মন্তব্যকে ‘লাইক’ করে বিতর্কে পাক পেসার মহম্মদ আমির
my sister works for an online weed dispensary and I’m losing my mind rn pic.twitter.com/9TQhIPO16Q
— sloane (sîpihkopiyesîs) (@cottoncandaddy) July 17, 2019
টুইটারে লাইসেন্সটির দুটি ছবি পোস্ট হয়েছে ১৭ জুলাই। এই লাইসেন্স দিয়ে গাঁজা কেনা সম্ভব হয়েছিল কিনা জানা যায়নি। তবে ছবি দু’টি পোস্ট হওয়ার পরই মজা শুরু হয়েছে, থরের মিম পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
No way Thor is clocking in at 68 kilos
— Ursula goff (@Urstastic) July 18, 2019
69 big hammer ln is my new location
— Joey⚡️ (@joeygllghr) July 18, 2019
i'd just tell them "your license is expired"
— Twilight Sparkle (@yourcompanionAI) July 17, 2019
Well that settles it then, somebody needs to sell Thor some weed.
— for²est (@lofforrest) July 22, 2019