Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Viral Video

অ্যানাকোন্ডাকে জল থেকে ডাঙায় তুলতে পারবে ব্ল্যাক প্যান্থার?

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশালাকার অ্যানাকোন্ডাকে জল থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য কেমন চেষ্টা চালাচ্ছে জাগুয়ারটি।

অ্যানাকোন্ডাকে জল থেকে তোলার চেষ্টা ব্ল্যাক প্যান্থারের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অ্যানাকোন্ডাকে জল থেকে তোলার চেষ্টা ব্ল্যাক প্যান্থারের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা        
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৭:০৬
Share: Save:

জাগুয়ারের সঙ্গে অ্যানাকোন্ডার লড়াইয়ের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিশালাকার অ্যানাকোন্ডাকে জল থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য কেমন চেষ্টা চালাচ্ছে জাগুয়ারটি।

দক্ষিণ আমেরিকার গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের অন্যতম বৃহত্তম সাপ। এদের ওজনও প্রায় ১৩০ কিলোগ্রাম। জলে এরা খুব দ্রুত চলতে পারে। কিন্তু বিশালাকার দেহের আকার এবং ওজনের জন্য স্থলভাগে এরা কিছুটা হলেও স্লথ। সে জন্যই জলাশয়ের আশপাশেই বাস করে এই সাপ। ভিডিয়োতে দেখতে পাওয়া ওই মেলানিস্টিক জাগুয়ার ব্ল্যাক প্যান্থার নামেও খ্যাত। দ্রুত দৌঁড়তে পারা এই প্রাণী ডাঙাতেই বেশি স্বচ্ছন্দ। তাই অ্যানাকোন্ডাকে পরাস্ত করতে তাকে জল থেকে ডাঙায় তোলার চেষ্টা করছে ব্ল্যাক প্যান্থার।

যদিও ভিডিয়োটি নতুন নয়। ২০১৩ সালে প্রথম ভিডিয়োটি সামনে এসেছিল। তার পর থেকে বিভিন্ন সময় ঘুরে ফিরে সামনে আসে এটি। দেখুন সেই ভিডিয়ো—

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wildlife Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE