Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Viral Video

কোচের ক্যাচ আঘাত থেকে রক্ষা করল জিমন্যাস্টকে, দেখুন ভিডিয়ো

তাঁকে লুফে নিয়ে গুরুতর আঘাতের হাত থেকে বাঁচালেন কোচ।   

জিমন্যাস্টকে লুফে নিচ্ছেন কোচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জিমন্যাস্টকে লুফে নিচ্ছেন কোচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ১৬:২৬
Share: Save:

প্রতিযোগিতায় জিমন্যাস্টরা যে সব স্টান্ট করে দেখান, তা করতে গিয়ে ভয়াবহ চোটও পেতে হয় তাঁদের। অনুশীলনের সময় ভুলের জেরেও লাগে চোট। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, স্টান্টের সময় ভুলের জেরে পড়ে যাচ্ছিলেন এক কমবয়সি জিমন্যাস্ট। আর সেই সময়ই তাঁকে লুফে নিয়ে গুরুতর আঘাতের হাত থেকে বাঁচালেন কোচ।

আমেরিকার ন্যাশভিলে জিমন্যাস্টদের ট্রেনিং করাচ্ছিলেন কোচ। সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক জিমন্যাস্ট করছিলেন স্টান্ট। এক তরুণী জিমন্যাস্টও ছুটে এসে সেই স্টান্ট করেন। কিন্তু ল্যান্ডিং ঠিক মতো না হওয়ায়, বিছিয়ে রাখা গদির বাইরে ছিটকে পড়ছিলেন তিনি। কিন্তু সে সময় পাশ থেকে ছুটে এসে ওই পড়ন্ত জিমন্যাস্টকে লুফে নেন কোচ। যার জেরে বড়সড় আঘাতের হাত থেকে রক্ষা পান ওই জিমন্যাস্ট।

এই ঘটনার ভিডিয়ো একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করার পরই ভাইরাল হয়েছে। জিমন্যাস্টদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন ওই কোচ। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: মোটা বলে বিয়ে করেনি প্রেমিক, ৫১ কেজি ওজন কমিয়ে তিনিই এখন মিস গ্রেট ব্রিটেন

আরও পড়ুন: গাড়ি দাঁড় করিয়ে বাচ্চাদের রাস্তা পার করায় এই কুকুর

অন্য বিষয়গুলি:

Viral Video Gymnast USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE