ছোট্ট খুদে সে। এখন তার বড়দের কোলে ঘুরে বেড়ানোর বয়স। কিন্তু সুন্দর দেখতে ছোট্ট মেয়েটি অবতীর্ণ হয়েছে বড়দের ফিটনেস প্রশিক্ষকের ভূমিকায়। তার নড়াচড়া ভঙ্গি নকল করে ব্যায়াম করছেন বড়রা। খুদেটিও বিভিন্ন ভঙ্গি পাল্টে পাল্টে ব্যায়ামের প্রশিক্ষণ দিচ্ছে তাঁদের।
খুদে ফিটনেস প্রশিক্ষকের এই ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন জেমি নামে আমেরিকার এক ব্যক্তি। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। কিউট খুদের প্রশিক্ষণে মেতেছে নেটদুনিয়া।
গত রবিবার সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ফিট ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া সেই ফিটনেস প্রকল্পের কথা স্মরণ করিয়ে জেমিকে এই ভিডিয়োটি আপলোড করার জন্য ধন্যবাদও জানানো হয়েছে।
যদিও বাচ্চাটির বয়স কত সে ব্যাপারে কিছু জানাননি জেমি। বাচ্চাটি নিয়মিত এই প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় কি না, সে ব্যাপারেও কোনও তথ্য পাওয়া যায়নি।
Thank you @gnuman1979 for sharing this. This instructor is too adorable. Thank you for adding to #FitIndiaMovement (an initiative launched by PM @narendramodi ) pic.twitter.com/GbUWfX0aby
— Fit India (@FIFPLtd) October 19, 2019