উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নিজের জীবন কী ভাবে বাঁচানো যায়, দেখিয়ে দিল একটি হাঁস। তা দেখে নেটাগরিকরা হাঁসের উপস্থিত বুদ্ধির প্রশংসায় মেতেছেন।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘাসের ঝোপের পাশে রাস্তায় শুয়ে রয়েছে একটি হাঁস। এমন ভাবে শুয়ে রয়েছে সে, দেখে মনে হচ্ছে মরে গিয়েছে। তার পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি কুকুর। সে হাঁসটির দিকে বেশ কয়েকবার দেখল। মৃত হাঁসকে কী করবে ভাবতে ভাবতে পালিয়ে গেল সেখান থেকে। কুকুর পালিয়ে যেতেই উঠে পড়ল হাঁসটি। তার পর উল্টোদিকে দৌড়ে পালিয়ে গেল।
ভিডিয়োটি গত বছরের। কিন্তু সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে রবিবার পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। তার পর ফের সেই ঘটনা নিয়ে মেতেছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—
Acting is all about faking honestly😊
— Susanta Nanda (@susantananda3) April 12, 2020
Duck acts as dead to escape the dog... pic.twitter.com/o4zc0W7eHt
আরও পড়ুন: এক বছর বন্ধ দেশ! ভাবছে ব্রিটিশ প্রশাসন
আরও পড়ুন: গোড়ায় ঢিলেমির মাসুল নিউ ইয়র্কে