রেস্তরাঁয় কত মানুষেরই তো সেখানকার কর্মীদের সঙ্গে মতান্তর হয়। কিন্তু নিছক মতপার্থক্যের জেরে এই ৪ মহিলা যা করলেন, তা মনে হয় আগে কখনও দেখা যায়নি। এক রেস্তরাঁ কর্মীকে ৪ জন মহিলা মিলে এক সঙ্গে আক্রমণ করছেন। এমনই এক নাটকীয় ভিডিয়ো ভাইরাল হল নেটমাধ্যমে।
ভিডিয়োটি আমেরিকার ফ্লোরিডার। ভিডিয়োটি পাম বিচ কাউন্টি শেরিফের অফিসিয়াল পেজে শেয়ার হয়েছে। ওই ৪ মহিলার বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি রেস্তরাঁর ক্যাশ কাউন্টারের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে। সেই গাড়ি থেকে এক মহিলা বেরিয়ে এসে কাউন্টারের সামনে দাঁড়ালেন। তিনি সম্ভবত কিছু খাবার অর্ডার করেছিলেন। তার দাম নিয়েই সম্ভবত ঝামেলার সূত্রপাত।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলা কাউন্টারের ভিতরে থাকা কাউকে লক্ষ্য করে ঘুসি চালাতে শুরু করেছেন। যদিও সেই কর্মীকে ভিডিয়োতে দেখা যাচ্ছিল না। এ বার ওই আক্রমণকারী মহিলাকে সাহায্য করতে গাড়ি থেকে একের পর এক ৩ মহিলা বেরিয়ে আসেন। তাঁরা এক সঙ্গে রেস্তরাঁর কাউন্টারের কর্মীকে আক্রমণ করতে থাকেন।
Does anyone recognize these 4 women who attacked employees in the drive thru at Popeyes on Seacrest Blvd around 1pm today? Punches were thrown and one grabbed money from the register. pic.twitter.com/FJsIcJHyWS
— PBSO (@PBCountySheriff) March 17, 2021
আরও পড়ুন:
ভিডিয়োতে দেখা না গেলেও, জানা গিয়েছে ওই ৪ মহিলা কাউন্টার থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যান। কাউন্টি শেরিফের টুইটার পেজে ভিডিয়োটি পোস্ট করে নেটাগরিকদের কাছে জানতে চাওয়া হয়েছে, ‘কেউ ওই ৪ মহিলাকে চেনেন কিনা’।
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ১৭ মার্চ পোস্ট হয়েছে। এই পোস্টের উত্তরে এক নেটাগরিক আবার প্রশ্ন তুলেছেন, ‘গাড়ির নম্বর প্লেট দেখে অভিযুক্তদের খুঁজে বার করা কী খুব কঠিন?’ তার উত্তরে প্রশাসনের এক মুখপাত্র লিখেছেন, ‘তৎপরতার সঙ্গে তদন্ত চলছে’।