Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dog saving Drowning Baby Deer

সমুদ্রে ডুবন্ত হরিণ শাবককে বাঁচাল গোল্ডেন রিট্রিভার, দেখুন ভিডিও

হরিণ শাবকটি প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু স্টর্ম সেটা হতে দেয়নি। প্রাণপণ চেষ্টা করে শাবকটির ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে পাড়ে নিয়ে আসে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১১:৫৩
Share: Save:

অন্যান্য দিনের মতো পোষ্য স্টর্ম ও সারা-কে নিয়ে সমুদ্র সৈকতে হাঁটছিলেন মার্ক। তাঁর পাশে পাশেই চলছিল স্টর্ম ও সারা। হঠাত্ই মার্ক খেয়াল করেন স্টর্ম কিছুটা পিছিয়ে পড়েছে। এবং দাঁড়িয়ে সমুদ্রের জলে কিছু একটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে।

স্টর্মের দিকে এগিয়ে যান মার্ক। স্টর্ম যে দিকে তাকিয়ে ছিল, সে দিকে তাকিয়ে চমকে ওঠেন মার্ক। তিনি কিছু বুঝে ওঠার আগেই জলে ঝাঁপিয়ে পড়ে স্টর্ম! মার্ক দেখেন, যেটা দেখে আসলে স্টর্ম জলে ঝাঁপিয়ে পড়েছে, সেটা একটা হরিণ শাবক। জলে হাবুডুবু খাচ্ছে সে। স্টর্ম তত ক্ষণে পৌঁছে গিয়েছিল তাঁর লক্ষ্যবস্তুর দিকে। শুধু তাই নয়, হরিণ শাবকটি প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু স্টর্ম সেটা হতে দেয়নি। প্রাণপণ চেষ্টা করে শাবকটির ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে পাড়ে নিয়ে আসে। মার্ক জানিয়েছেন, যেন দেখে মনে হচ্ছিল স্টর্ম নিজের সন্তানকেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। পাড়ে তুলেই ক্ষান্ত হয়নি স্টর্ম, হরিণ শাবকটি সাড়া না দেওয়া পর্যন্ত সেখান থেকে নড়তেই চায়নি।

আরও পড়ুন: চলন্ত ট্রেনের ছাদে সাইকেল নিয়ে ভয়ঙ্কর ‘স্টান্ট’! তারপর...

মার্ক বলেন, স্টর্মকে বার বার বলছিলাম, শাবকটি ঠিক আছে, ওকে ছেড়ে দাও। কিন্তু ও সেখান থেকে নড়েইনি। বরং শাবকটিকে মাথা দিয়ে বার বার ঠেলে বোঝার চেষ্টা করছিল সে সুস্থ আছে কিনা! বার বার তার গা চেটে দিচ্ছিল। এর পরই মার্ক পশু উদ্ধারকারী সংস্থায় খবর দেন। তাঁরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ডে।

ভিডিওটি দেখুন:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Offbeat Golden Retriever Animal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE