Advertisement
E-Paper

দ্বিপাক্ষিক আলোচনা চালুর আর্জি জানিয়ে মোদীকে চিঠি ইমরানের

চিঠিতে ইমরান লিখেছেন, ‘‘ভারত-পাক সম্পর্ক যে জটিল, তা অস্বীকার করার উপায় নেই। জম্মু-কাশ্মীর-সহ দু’দেশের অনেক বিষয় নিয়ে সংঘাত রয়েছে। সেগুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সেতুবন্ধন করে আমরা আমাদের নিজ নিজ দেশের জনগণ তথা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসর্গ করতে পারি।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০০
দ্বিপাক্ষিক আলোচনা চালুর আর্জি জানিয়ে মোদীকে চিঠি ইমরানের।

দ্বিপাক্ষিক আলোচনা চালুর আর্জি জানিয়ে মোদীকে চিঠি ইমরানের।

এক দিন আগেই জম্মুতে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানের মুণ্ড কেটে নিয়েছে পাক সেনা। তার পর সেখানে কার্যত যুদ্ধের আবহ। এমনই পরিস্থিতিতে প্রকাশ্যে এল ইমরানের খানের চিঠি। যে চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা ফের চালু করার আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ‘মোদী সাহাব’ সম্বোধন করে ইমরান দু’দেশের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা শুরুর আর্জিও জানিয়েছেন। আর ইমরানের এই চিঠি সামনে আসার পর বৃহস্পতিবার নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনের ফাঁকে দু’দেশের বিদেশমন্ত্রী আলাদা বৈঠক করবেন।

শপথ নিয়েই বলেছিলেন, ভারত এক কদম এগোলে পাকিস্তান দু’পা এগোবে। এ বার সেটাই যেন প্রমাণের চেষ্টা করলেন ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠির জবাবে ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান গত ১৪ সেপ্টেম্বর একটি চিঠি পাঠান। কিন্তু এত দিন তা চাপাই ছিল। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার জম্মুর রামগড় সেক্টরে পাক সেনা এক ভারতীয় জওয়ানের মাথা কেটে নেওয়ার পরই সীমান্তে উত্তেজনা ছড়ায়। তার পরই এই চিঠি প্রকাশ্যে আসে।

চিঠিতে ইমরান লিখেছেন, ‘‘ভারত-পাক সম্পর্ক যে জটিল, তা অস্বীকার করার উপায় নেই। জম্মু-কাশ্মীর-সহ দু’দেশের অনেক বিষয় নিয়ে সংঘাত রয়েছে। সেগুলি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সেতুবন্ধন করে আমরা আমাদের নিজ নিজ দেশের জনগণ তথা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসর্গ করতে পারি।’’

মোদীকে লেখা ইমরানের সেই চিঠি।

ইমরান আরও লিখেছেন, ‘‘দু’দেশের মানুষই শান্তি চায়। আমি চাই সেই শান্তি প্রতিষ্ঠায় নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আগেই পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের , আলাদা বৈঠক হোক। তাঁরাই সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন।’’ ইসলামাবাদে সার্ক সম্মলেনের সময় মোদিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান আরও লিখেছেন, এই সম্মেলনেই থমকে থাকা দ্বিপাক্ষিক আলোচনা ফের শুরু করা যেতে পারে।

আরও পড়ুন: আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানের মাথা কাটল পাক বাহিনী

কিন্তু বৃহস্পতিবারই এক সেনার মাথা কেটে নিয়েছে পাক সেনা। সীমান্তে যুদ্ধের আবহ। ভারত আগেও অনেকবার জানিয়েছে, ‘সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে চলতে পারে না’। এখনও সেই অবস্থানেই অনড় নয়াদিল্লি। তা ছাড়া ইসলামাবাদের এই অবস্থান বাস্তবে কতটা আন্তরিক এবং কতটা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা, সেটাও যাচাই করে নিতে চাইছে ভারত। পরের সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ফাঁকে সার্কভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক রয়েছে। সেখানেই কুরেশি-সুষমা আলাদা বৈঠক হবে বলে এদিন জানিয়ে দিয়েছে নয়াদিল্লি

আরও পড়ুন: ‘ক’-এর ঘূর্ণিতে ধরাশায়ী পাকিস্তান, একতরফা ম্যাচে ঝোড়ো ব্যাটে জবাব রোহিতের

আবার ভোটপ্রচারে কার্যত ভারত-বিদ্বেষী জিগির তুলেই ক্ষমতায় এসেছেন ইমরান। সেটা পাক সেনার চাপে হতে পারে বা ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক কৌশল। কিন্তু পাক সেনার সঙ্গে তাঁর সখ্যও অপরিচিত নয়। তাই ইমরানের সদিচ্ছা থাকলেও সেনার চাপে কতটা তিনি চালিয়ে খেলতে পারবেন, তা নিয়েও সংশয় রয়েছে দিল্লির। যেখানে আগেও অন্য প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে তেমন নজির রয়েছে। তাই চিঠি নিয়ে উত্তাপ নেই সাউথ ব্লকে।

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

India Pakistan Talks Imran Khan Letter Narendra Modi Prime Minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy