Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Lightning strike

ব্যস্ত রাস্তায় আকাশ থেকে ঝরে পড়ল ‘আগুন’! দেখুন ভাইরাল ভিডিও

ব্যস্ত রাজপথ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সিগন্যাল মেনে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটে চলেছে গাড়িগুলি। হঠাত্ চোখের সামনে যেন আগুন ঝরে পড়ল! হ্যাঁ, এমনই দৃশ্য ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় তোলা ভিডিওয়।

মোবাইল ক্যামেরায় তোলা সেই দৃশ্য। ছবি সংগৃহীত।

মোবাইল ক্যামেরায় তোলা সেই দৃশ্য। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ১০:২০
Share: Save:

ব্যস্ত রাজপথ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সিগন্যাল মেনে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটে চলেছে গাড়িগুলি। হঠাত্ চোখের সামনে যেন আগুন ঝরে পড়ল! হ্যাঁ, এমনই দৃশ্য ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় তোলা ভিডিওয়।

গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে চিনের শেনইয়াং এলাকায়। সন্ধের সময় চিনের ওই ব্যস্ত রাস্তায় তখন একাধিক গাড়ির ভিড়। বৃষ্টি পড়ছে। এমন সময়, একটি জোরাল আলোর ঝলকে ঝলসে ওঠে গোটা এলাকা। এর পরই আকাশ থেকে ঝপ করে আগুন ঝরে পড়ল রাস্তায়, গাড়ির ছাদে। মূহূর্তের মধ্যে থমকে গেল ট্রাফিকের গতি। রাস্তায় বাজ পড়ার ফলে এমন ঘটনাটি ঘটেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ দেখেছেন ভিডিওটি। দু’ হাজারেরও বেশি রিঅ্যাকশন জমা হয়েছে ভিডিওটিতে এবং ৯০০-র বেশি শেয়ার হয়েছে। এ বার দেখে নেওয়া যাক সেই ভাইরাল ভিডিওটি।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE