প্যারিসের লুভ্র জাদুঘরে ঢুকে গয়নাগাটি লুট চোরেদের। ১০ মিনিটেরও কম সময়ে গোটা কাজ সেরে চম্পট দিয়েছে তারা। লুভ্রের ওই আপোলোঁ গ্যালারি থেকে ঠিক কী কী নিয়েছে তারা, সোমবার ভোরে তার একটা তালিকা দিয়েছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক। তারা জানিয়েছে, মোট আটটি গয়না চুরি গিয়েছে রবিবার। তার মধ্যে রয়েছে টিয়ারা বা মুকুট, দুল, নীলার নেকলেস। ওই ঘরেই ছিল তৃতীয় নেপোলিয়ানের স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনের একটি দুর্মূল্য মুকুট। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, সেই মুকুটটি নিয়ে পালানোর সময় পথে ফেলে গিয়েছে চোরেরা। ‘রিজেন্ট’ হিরেও নিতে পারেনি তারা। এখনও ধরা পড়েনি চোরেরা।
রবিবার সকালে জাদুঘরে ঢুকবেন বলে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। আচমকাই খবর মেলে, লুভ্রের জাদুঘরের অ্যাপোলোঁ গ্যালারি থেকে চুরি গিয়েছে বহু কিছু। ফ্রান্সের মন্ত্রী রাচিদা দাতি জানান, ‘ডাকাতি’ হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক এ বার জানিয়েছে, রবিবার ঠিক কী কী চুরি গিয়েছে অ্যাপোলোঁ গ্যালারি থেকে। তারা জানিয়েছে, মোট আটটি গয়না চুরি গিয়েছে। তার মধ্যে রয়েছে ফ্রান্সের রানি মারি আমেলি এবং রানি হোর্তঁসের টিয়ারা বা মুকুট, কানের দুল, নীলার নেকলেস।
জল্পনা তৈরি হয়েছিল, তৃতীয় নেপোলিয়ানের স্ত্রী ইউজিনের মুকুট চুরি করে পালিয়েছে চোরেরা। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, যাওয়ার সময়ে মুকুটটি পথে ফেলে পালিয়েছে তারা। ওই গ্যালারিতে ছিল ‘রিজেন্ট’ হিরে। সদবি নিলামঘরে তার দাম ধার্য হয়েছিল ৬ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকারও বেশি।
১৬৬১ সালে চতুর্দশ লুই এই অ্যাপোলোঁ গ্যালারি তৈরি করিয়েছিলেন। সোনালি পাতা দিয়ে সাজানো হয়েছে জাদুঘরের দেওয়াল। দেওয়ালে রয়েছে দামি ছবি। সেই হলে ঢুকেই ডাকাতি করেছে চোরেরা। ফ্রান্সের আইনমন্ত্রী জেরার দার্মানিন জানান, লুভ্রে যে চুরি হয়েছে, তার জেরে গোটা দেশের একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এ-ও জানিয়েছেন যে, তাঁরা ‘ব্যর্থ’। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, দোষীদের বিচার হবে। ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্যের উপর আঘাত হানা হয়েছে।
পুলিশের একটি সূত্রে বলছে, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। ওই অংশে থাকা একটি লিফটের সাহায্যেই ভিতরে প্রবেশ করেছেন অভিযুক্তেরা। সেই লিফটে করে তাঁরা পৌঁছে যান নির্দিষ্ট ঘরে, যেখানে রাখা ছিল ওই গয়নাগাটি।
এই লুভ্রে রয়েছে মোনালিসার ছবি। প্রায় ৩ লক্ষ ৮০ হাজার দ্রষ্টব্য রয়েছে জাদুঘরের সংগ্রহে। ৩৫ হাজার জিনিস প্রদর্শিত রয়েছে। প্রতি বছর ৮০ থেকে ৯০ লক্ষ মানুষ এই জাদুঘরে যান। লুভ্র থেকে আগেও বহুমূল্য জিনিস চুরি গিয়েছে। ১৯১১ সালে সেখান থেকে চুরি গিয়েছিল মোনালিসার ছবি। সেই ছবি চুরি করেছিলেন জাদুঘরেরই কর্মী। দু’বছর পরে সেই ছবি উদ্ধার হয়।