Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইউটিউবে বিখ্যাত হওয়ার নেশায় বুকে বই রেখে গুলি, মৃত্যু কিশোরের

সবই হল। শুধু গুলিটা বইয়ে আটকে না গিয়ে ফুঁড়ে দিল ছেলেটার বুক। আমেরিকার মিনেসোটার ঘটনা।

পেদ্রো রুইজ আর মোনালিসা পেরেজ। ছবি: টুইটারের সৌজন্যে।

পেদ্রো রুইজ আর মোনালিসা পেরেজ। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
মিনোসোটা শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৩:১২
Share: Save:

উনিশ বছরের ঝলমলে ছেলেমেয়ে দু’টোর মাথায় একটাই নেশা, কী করে চটজলদি ইউটিউব তারকা হওয়া যায়!

ক্যামেরা তাক করে ছেলেটিই মেয়েটিকে রাজি করিয়েছিল। বুকের উপরে একটা মোটা বিশ্বকোষ নিয়ে সে দাঁড়াবে। মেয়েটি গুলি চালাবে। বইয়ে আটকে যাবে গুলি।

সবই হল। শুধু গুলিটা বইয়ে আটকে না গিয়ে ফুঁড়ে দিল ছেলেটার বুক। আমেরিকার মিনেসোটার ঘটনা।

পেদ্রো রুইজ আর মোনালিসা পেরেজ। ওদের একটা তিন বছরের বাচ্চাও আছে। কচি বাবা-মা হিসেবে নিজেদের জীবনকে সবার সামনে তুলে ধরলেই বিখ্যাত হয়ে ওঠা যাবে, এমনই ভেবেছিল ওরা। দু’একটা ভিডিও ব্লগ আপলোডও করেছিল। গুলি আটকানো বই-এর খেলাটা, ওরা ভেবেছিল তুমুল হিট হবে। মেয়েটি প্রথমে রাজি হচ্ছিল না। পেদ্রোই জেদ করল। মোনালিসা টুইটে লিখল, ‘‘আমি আর পেদ্রো বোধহয় সবচেয়ে বিপজ্জনক ভিডিও শ্যুট করতে চলেছি। ভাবনাটা পেদ্রোরই, আমার না।’’ কিন্তু বন্দুকটা তো এক ফুট দূর থেকে মোনালিসাই চালিয়েছিল। অনিচ্ছাকৃত খুনের মামলা তার বিরুদ্ধেই দায়ের করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE