একদিনে ১৫ হাজার আপেল বিক্রি হয়েছে। একজন ক্রেতাই সব কিনেছেন। কোথায় খুশি হবেন। তা নয়, কর্মীদের কাজ থেকে ছাড়িয়েই দিলেন দোকান মালিক!কিউবার হাভানায় একটি সুপার মার্কেটে এমনই ঘটনা ঘটেছে।
ঘটনার সময় ওই সুপার মার্কেটে হাজির ছিলেন স্থানীয় সাংবাদিক লোরেল সানচেজ। শুক্রবার নিজের ব্লগে গোটা ঘটনা তুলে ধরেন তিনি। সেখানে তিনি লেখেন, কয়েকজন ষণ্ডামার্কা যুবককে নিয়ে দোকানে ঢোকেন এক ব্যক্তি। তিনি সরাসরি ক্যাশকাউন্টারে চলে যান। তাঁর সঙ্গীরা তড়িঘড়ি১৫০টি আপেলের বাক্স তুলে নেন। তার পর ওই ব্যক্তি সব আপেলের দাম মিটিয়ে সঙ্গীদের নিয়ে মুহূর্তের মধ্যেই বেরিয়ে যান দোকান ছেড়ে।
ওই ১৫০টি বাক্সের এক একটিতে ১০০টি করে আপেল ছিল বলে জানা গিয়েছে। ভারতীয় মুদ্রায় এক একটি আপেলের দাম প্রায় ৩২ টাকার মতো।বিষয়টি সামনে আসতেই খোঁজ নেয় সে দেশের জাতীয় সংবাদ সংস্থা ‘গ্র্যানমা’।তাতে জানা যায়, ঘটনার পরেই ৮ কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেন সুপার মার্কেট কর্তৃপক্ষ।