গণভোটের রায়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে গেল ঠিকই, কিন্তু প্রশ্ন রেখে গেল অনেক। দেখা যাচ্ছে, ৩৯ শতাংশ ব্যক্তি যাঁদের বয়স ৬০-এর উর্ধ্বে তাঁরাই ব্রেক্সিট পক্ষে রায় দিয়েছেন সবচেয়ে বেশি। তরুণ প্রজন্ম যে ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াটা আটকাতে চেয়েছিল, ভোটের ফলাফলে সে ছবিটা পরিষ্কার। দেখা গিয়েছে, ১৮-২৪ বছর বয়সীদের সিংহ ভাগ ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকার পক্ষে রায় দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আজকে যাঁরা ব্রেক্সিট-এর পক্ষে রায় দিয়েছেন, তাঁরা আর মাত্র ১৬ বছর বাঁচবেন। কিন্তু যে তরুণ প্রজন্ম ব্রেক্সিটের বিরুদ্ধে রায় দিয়েছেন, ব্রিটেনের গড় আয়ুর হিসেব অনুযায়ী তাঁরা বাঁচবেন ৫২-৬৯ বছর। সুতরাং আজকে যাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, আগামী ৩০ বছর পর তাঁরাই আবার বলবেন না তো আরও এক বার গণভোট নেওয়া হোক!
আরও খবর...