Advertisement
E-Paper

এ বার ইউটিউবেও না, ১৬ বছরের কম বয়সিদের ইন্টারনেট ব্যবহার নিয়ে আরও কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের মেটা-র অধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া, স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স ব্যবহারের উপরেও কড়াকড়ি রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ছে ইউটিউব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১২:০৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য আগে থেকেই নিষিদ্ধ ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট প্রভৃতি। এখন থেকে সেই তালিকায় নাম জুড়ল ইউটিউবেরও। চলতি বছরের শেষেই গুগলের মালিকানাধীন ভিডিয়ো সাইটটি অপ্রাপ্তবয়স্কদের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন সংস্থা ব্লুমবার্গ।

অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের মেটা-র অধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া, স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স ব্যবহারের উপরেও কড়াকড়ি রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ছে ইউটিউব। অস্ট্রেলিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এ বিষয়ে বুধবার এক সাংবাদিক বৈঠকে সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘‘সমাজমাধ্যম আদতে সমাজের ক্ষতি করছে। এটা আমরা সবাই জানি। আমরা এও জানি যে এটাই একমাত্র সমাধান নয়, আরও অনেক কিছু করার আছে। তবে আপাতত এটি সামান্য হলেও পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস।’’

অন্য দিকে, ব্যবহারকারীদের বয়স নির্ধারিত বয়সসীমার কম কি না, তা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার পরিকল্পনা করছেন ইউটিউব কর্তৃপক্ষ। কারণ, সরকারি নির্দেশ অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের সমাজমাধ্যম ব্যবহারে রাশ টানতে না পারলে সংশ্লিষ্ট সংস্থাকে ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (২৮০ কোটি টাকা) জরিমানা হতে পারে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্মের মধ্যে সর্বাধিক ব্যবহৃত সমাজমাধ্যম ইউটিউব। ফলে স্বাভাবিক ভাবেই অন্যান্য সমাজমাধ্যমের চেয়ে ইউটিউবই তরুণদের জন্য বেশি ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তাই এই কড়াকড়ি। তবে শিশুদের জন্য তৈরি কন্টেন্ট, অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেটিংস এবং ইউটিউব কিড্‌সকে এই নিয়মের আওতা থেকে বাদ রাখা হয়েছে।

ban Youtube Australia Minors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy