Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ট্যাক্সির আসনে জ্যান্ত পাইথন

বেশ ভিরমি খাবেন যাত্রীরা। তেমনটা ভেবেই ট্যাক্সির পিছনের আসনে একটা ১৪ ফুট লম্বা বার্মিজ পাইথন রেখে দিয়েছিলেন জিমি ফাইল্লা। পেশায় কৌতুকশিল্পী জিমি। অদ্ভুতুড়ে সব কাজকর্ম করে রাস্তায় লোকজনকে চমকে দেন। আর তাঁদের সেই ভিরমি খাওয়ার ঘটনা নিজের শো-তে দেখান। সেটাই দর্শকদের হাসির খোরাক।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৪ ০৩:৪৯
Share: Save:

বেশ ভিরমি খাবেন যাত্রীরা। তেমনটা ভেবেই ট্যাক্সির পিছনের আসনে একটা ১৪ ফুট লম্বা বার্মিজ পাইথন রেখে দিয়েছিলেন জিমি ফাইল্লা। পেশায় কৌতুকশিল্পী জিমি। অদ্ভুতুড়ে সব কাজকর্ম করে রাস্তায় লোকজনকে চমকে দেন। আর তাঁদের সেই ভিরমি খাওয়ার ঘটনা নিজের শো-তে দেখান। সেটাই দর্শকদের হাসির খোরাক। প্রতি বারের শোয়ের জন্য অন্য রকম কিছু ভাবতে হত জিমিকে। এ বারের বুদ্ধিটা এসেছিল তাঁর মাথাতেই।

২০১০ সাল পর্যন্ত ট্যাক্সি চালাতেন জিমি। তাই লাইসেন্সটা ছিল। কাজে লাগালেন সেটাকেই। নিউ ইয়র্কের রাস্তায় বেরিয়ে পড়লেন একটা ট্যাক্সি নিয়ে। পিছনের আসনে বার্মিজ পাইথন, আর একটা ক্যামেরা। সারা দিনে অন্তত গোটা দশেক যাত্রী ওই ট্যাক্সিতে উঠতে গিয়ে ১৪ ফুটের প্রাণীটিকে দেখে কতটা ভিরমি খেয়েছিলেন তার মিনিট দু’য়েকের একটি ভিডিও বানিয়েছিলেন তিনি। শোয়ে দেখানোর জন্য তার নাম দিয়েছিলেন ‘স্নেকস ইন আ ক্যাব’।

তবে শো নিয়ে মশগুল জিমি বেমালুম ভুলে গিয়েছিলেন আইনের কথা। নিউ ইয়র্কের ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন (টিএলসি)-এর কড়া নিয়ম, চালকেরা কোনও অবস্থাতেই যাত্রীদের অপদস্থ করা বা অসুবিধায় ফেলার মতো কাজ করতে পারেন না। কিন্তু শোয়ের স্বার্থে সেই নিয়মে কোপ বসিয়ে ফেলেছেন জিমি। ফলে ট্যাক্সির লাইসেন্স আর জিমির কাছে থাকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন টিএলসি কর্তারা।

তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন, ট্যাক্সি চালানোর মতো বাজে কাজ ছেড়ে দিয়েছেন চার বছর আগেই। লাইসেন্স কেড়ে নিলেও কিচ্ছুটি যায় আসে না তার। জিমির এই কাজে আপত্তি জানিয়েছে পেটা-ও। তাঁদের পরামর্শ, পরের বার এ রকম প্রয়োজন হলে রবারের নকল পাইথন ব্যবহার করতে পারেন জিমি। তবে জ্যান্ত? নৈব নৈব চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

taxi python joke
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE