Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাবা এখনও তরুণ, দাবি ক্লিন্টন-কন্যার

শুধু নিরামিষ খাবার খেয়েই প্রায় ৩০ পাউন্ড (সাড়ে তেরো কিলোগ্রাম) ওজন ঝরিয়ে ফেললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন! ২০১০-এ হৃদ্রোগ হওয়ার পর একটি জটিল অস্ত্রোপচার হয় তাঁর। তার পর থেকেই সংযম শুরু। সমস্ত প্রাণীজ প্রোটিন বাদ পড়ে খাবারের তালিকা থেকে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০২:০৪
Share: Save:


চেলসি ক্লিন্টন।

শুধু নিরামিষ খাবার খেয়েই প্রায় ৩০ পাউন্ড (সাড়ে তেরো কিলোগ্রাম) ওজন ঝরিয়ে ফেললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন!

২০১০-এ হৃদ্রোগ হওয়ার পর একটি জটিল অস্ত্রোপচার হয় তাঁর। তার পর থেকেই সংযম শুরু। সমস্ত প্রাণীজ প্রোটিন বাদ পড়ে খাবারের তালিকা থেকে। এর পর কেটে গিয়েছে চার বছর। ক্লিন্টনের উন্নতির ছবিটা সামনে থেকে দেখেছেন তাঁর স্ত্রী ও মেয়ে। আগের মতো ঘনঘন বুকে ব্যথাও এখন হয় না তাঁর। মেয়ে চেলসি তাই বলছেন, “দশ বছর আগের তুলনায় বাবার হৃদয় এখন অনেক তরুণ!”

শারীরিক ভাবে তরতাজা অনুভব করছেন ক্লিন্টন নিজেও। বছরভর যেখানেই থাকুন, সপ্তাহে চার দিন ঘাম ঝরিয়ে হাঁটেন। ভাজাভুজি বন্ধ। শুধু শাক-সব্জি খেয়েই পেট ভরান। রুটিন মাফিক জীবনযাপন। চিকিৎসকেরাও বলছেন, ৬৭ বছরের ক্লিন্টনের হৃদয় এখন আর পাঁচটা যুবকের মতোই।

প্রাক্তন প্রেসিডেন্টের এই পরিবর্তন অবশ্য বিশ্বাসই হচ্ছে না তাঁর এক সময়ের সহকর্মীদের। হোয়াইট হাউসে খাদ্যরসিক হিসেবেই পরিচয় ছিল তাঁর। অফিসে থাকার সময় মুখ চলত সারা ক্ষণ। সস্তার ‘জাঙ্ক ফুড’, ম্যাক ডোনাল্ডসের পিৎজা, বার্গার।

২০১০-এর বাইপাস অস্ত্রোপচারই ইতি টানল এ সবের। জীবনযাপনে পরিবর্তন আনলেন ক্লিন্টন নিজেই। চেলসির দাবি, হৃদ্রোগে আক্রান্ত, বা কোলেস্টরেলে জর্জরিত মানুষদের অনুসরণ করা উচিত তাঁর বাবাকে।

তবে এই ক’বছরে এক বারও কি নিয়মভঙ্গ হয়নি?

একটি মার্কিন পত্রিকার সাক্ষাৎকার দেওয়ার সময় ক্লিন্টন অবশ্য নিজেই স্বীকার করলেন, স্বাদ বদলে সপ্তাহে এক-আধটা ডিম ভাজা খেয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE