জাতীয় পতাকার উপরে তৃণমূলের প্রতীক চিহ্ন। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রার্থীর মুখ। প্রচারক হিসাবে প্রার্থীর স্বামীর মুখও জ্বলজ্বল করছে। হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকে বাণীবন পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের তৃণমূল প্রার্থী দীপা প্রামাণিকের প্রচারে এ ভাবে জাতীয় পতাকার ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বৃন্দাবনপুর গ্রামের মাদার ইন্ডিয়া মাঠের কাছে রাস্তার উপরে ওই পতাকা টাঙানো হয়। জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ সরব হয়েছেন। বিষয়টির গুরুত্ব বুঝে শাসক দলের নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, তাঁরা এটি অনুমোদন করছেন না। তবে বিতর্কের মুখে প্রার্থীর স্বামী শ্রীকান্ত প্রামাণিকের দাবি, ‘‘কারা এই কাজ করেছে, আমার জানা নেই।’’
স্থানীয় বিজেপি নেতা রমেশ সাধুখাঁ বলেন, ‘‘তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামীর ন্যূনতম জ্ঞান নেই। দেশের অপমান করছেন।’’ হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি অরুণোদয় পালচৌধুরী জানান, নির্বাচন কমিশনে ওই প্রার্থীর প্রার্থিপদ বাতিলের দাবি জানাবেন তাঁরা। উলুবেড়িয়ার প্রাক্তন পুরপ্রধান, শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘‘এটা অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। নির্বাচন কমিশনারের ব্যবস্থা নেওয়া উচিত।’’ হাওড়া জেলা সিপিএম সম্পাদক দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘‘রাজ্যের মানুষ বুঝুন, কারা রাজ্য চালাচ্ছে। ওরা তোলাবাজি ছাড়া কিছুই জানে না।’’
হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল চেয়ারম্যান সমীর পাঁজা বলেন, ‘‘ওই প্রার্থী এই কাজ করে থাকলে, অপরাধ করেছেন। দল সমর্থন করে না। বিষয়টি সত্যি প্রমাণিত হলে, দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)