বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়। শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুর থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। পশ্চিমবঙ্গকে ‘উদ্ধার’ করার বার্তাও দিলেন তিনি।
সিটি বেঙ্গল ক্লাবে শুক্রবার বক্তৃতা করতে গিয়ে বাঙালি কন্যার স্বামী তথা বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, ‘‘তৃণমূল শাসিত রাজ্য সঙ্কটের মুথোমুখি হয়েছে।’’ প্রসঙ্গত, নড্ডার আগের বক্তা দাবি করেছিলেন, মধ্যপ্রদেশে বাঙালিরা নিরাপদ। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গকে ‘বিদ্রুপ’ করলেন বিজেপি নেতা। এ বঙ্গে পরিবর্তন প্রয়োজন বলে তাঁর দাবি, ‘‘যে বাংলা এক সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছে সেই বাংলাই এখন সমস্যার মধ্যে আছে।’’ তার পরেই তাঁর বক্তব্য, ‘‘সমগ্র দেশের উচিত বাংলার পাশে দাঁড়িয়ে এই সমস্যা থেকে ওই রাজ্যকে উদ্ধার করার।’’ ‘ঐক্য ও অখণ্ড ভারত’ প্রসঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে নেতাজি সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও। উঠে আসে স্বাধীনতা আন্দোলনে বাংলার পথ দেখানোর প্রসঙ্গও। বিজেপি নেতার বক্তব্যে এ দিন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ-সহ একাধিক স্মরণীয় বাঙালির নাম শোনা যায়।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই। সেই নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতার ডাক, ‘অরাজকতা মুক্ত’ করতে ‘শপথ’ নেওয়ার। বাঙালি ও ভারত প্রসঙ্গে বলতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উদ্ধৃতি তুলে ধরে নড্ডা বলেন, ‘‘সুভাষচন্দ্র বসু আরও বেশি বছর জীবিত থাকলে ভারতের মানচিত্র অন্য রকম হত।’’ তাঁর দাবি, ভারতের মানচিত্র বদলে যাওয়ার নেপথ্যে আসলে তৎকালীন কংগ্রেস নেতাদের ‘আপোষ’ ছিল।