পারলেন না হনুমন্থাপ্পা কোপ্পড়। প্রায় তিন দিন কোমায় থেকে মৃত্যুর কাছে হেরে গেলেন ভারতীয় সেনাবাহিনীর এই জওয়ান। হনুমন্থাপ্পা না পারলেও ভয়ঙ্কর দুর্ঘটনার পর সাক্ষাত্ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার নজির কিন্তু বিরল নয়। কখনও বছরের পর বছর কোমায় থাকার পর সুস্থ হয়েছেন রোগী, কখনও আবার ৪৭ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গিয়েছেন কেউ। সঙ্গের গ্যালারিতে চিকিত্সা বিজ্ঞানের সেই সব মির্যাকলের হদিশ।
আরও পড়ুন:
মৃত্যুর বাউন্সার সামলে জীবনের ক্রিজে দাপটে খেলছেন যাঁরা
প্রকৃতি নয়, মানুষের হাতে তৈরি এই সব চোখ ধাঁধাঁনো দ্বীপ