কয়েকটি সহজ উপাদান ব্যবহার করেই তৈরি হয়ে যাবে স্বাদে-গন্ধে অন্যতম সেরা এই মিষ্টি। উপকরণ হিসাবে লাগবে - কাঁচা পেঁপে: ১টি (মাঝারি আকারের), চিনি: ১ কাপ (পেঁপের পরিমাণের উপর নির্ভর করে), দুধ: ১/২ কাপ (ফুল ফ্যাট), ঘি বা সাদা তেল: ১ চা চামচ, ছোট এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ, কিশমিশ বা কাজু: সাজানোর জন্য (ঐচ্ছিক)।